অন্যায়, অবিচার কখনও দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে? সুর চড়ালেন স্বরা
রিহানার সমর্থনে মুখ খোলেন স্বরা ভাস্কর
নিজস্ব প্রতিবেদন: অন্যায়, অবিচার কি কখনও অভ্যন্তরীণ বিষয় হতে পারে কোনও দেশের? অন্যায়, অবিচার যদি অভ্যন্তরীণ বিষয় হয়, তাহলে দেশ ছাড়া অন্য কিছুতে কারও মুখ খোলা উচিত নয়। কৃষক আন্দোলন নিয়ে রিহানার সমর্থনে মুখ খুললেন স্বরা ভাস্কর।
কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক পপ তারকা কেন মুখ খুলছেন? সম্প্রতি এমন প্রশ্ন তুলে সরব হন অক্ষয় কুমার, অজয় দেবগণ, লতা মঙ্গেশকররা। অক্ষয়, অজয়রা যখন রিহানার বিরুদ্ধে মুখ খোলেন তখন মার্কিন পপ তারকার পাশে দাঁড়ান স্বরা ভাস্কর। তিনি বলেন, 'ব্ল্যাক লাইভস ম্যাটার' বলে যখন বলিউড তারকারা একের পর এক টুইট করে সরব হন, তখন কেউ তার বিরোধিতা করেননি। অথচ কৃষক আন্দোলন নিয়ে যখন রিহানা টুইট করলেন, তখন কেন তাঁর বিরুদ্ধে রে রে করে তেড়ে যাওয়া হল বলে প্রশ্ন তোলেন স্বরা।
আরও পড়ুন : 'বিয়ে বিয়ে করে বিরক্ত করবেন না', চটলেন Sushmita-র বিশেষ বন্ধু রোহমান
কৃষক আন্দোলন নিয়ে 'আমরা কেন কথা বলছি না?' সম্প্রতি এমন প্রশ্ন তুলে টুইট করেন রিহানা। মার্কিন পপ তারকার ওই টুইটের পর তাঁকে সমর্থন করেন দিলজিৎ দোসাঞ্জ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডারা। এমনকী, রিহানাকে নিয়ে গানও বেঁধে ফেলেন দিলজিৎ। যা নিয়ে কঙ্গনার তোপের মুখে পড়েন 'উড়তা পঞ্জাব' অভিনেতা। এমনকী, দুজনের মধ্যে জোরদার বিতর্ক শুরু হয়ে যায়।
আরও পড়ুন : Farmers' Protest : Greta-কে নিয়ে গান, 'অশিক্ষিত' বলে আক্রমণ রণবীরের
রিহানাকে নিয়ে কঙ্গনা যখন তোপ দাগতে শুরু করেন, সেই সময় মার্কিন পপ তারকার বিরোধিতা করে গান গাইতে শোনা যায় রণবীর শোরেকেও। রিহানা তো বাহানা, রাজনৈতিক স্বার্থ পূর্ণ করতেই মার্কিন পপ তারকাকে দিয়ে টুইট করানো হচ্ছে বলেও মন্তব্য করেন রণবীর শোরে। রিহানার পাশপাশ গ্রেটা থানবার্গকেও 'অশিক্ষিত' বলে আক্রমণ করেন বলিউড অভিনেতা। রণবীর শোরের ওই ভিডিয়ো প্রকাশ্য়ে আসতেই তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে।