'আম্মা এসেছেন আমায় নিতে', মৃত্যুর আগেই এমনই বলতে শুরু করেন ইরফান
বুধবারই শেষকৃত্য সম্পন্ন হবে ইরফান খানের
নিজস্ব প্রতিবেদন : টানা প্রায় ২ বছরের লড়াই শেষ। বুধবার সকালে প্রয়াত হন বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান। শুধু বলিউড নয়, আন্তর্জাতিকমানের অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বের সিনে মহলে। অন্তর্জাতিক সংবামাধ্যমসহ তারকারাও ইরফানের মৃত্যুতে শোক প্রকাশ করতে শুরু করেছেন।
আরও পড়ুন : 'শান্তিতে থেকো রাজ, ইতি তোমার মিতা', এভাবেই ইরফানকে শেষ বিদায় পাকিস্তানি সাবার
সোমবার অসুস্থ হওয়ার পরই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় ইরফান খান-কে। জনপ্রিয় অভিনেতার মুখপাত্র জানান, কোলন ইনফেকশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। মনের জোর এবং চিকিতসকদের মিলিত প্রচেষ্টায় ইরফান শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন প্রয়াত অভিনেতার মুখপাত্র। যদিও মুখপাত্রের আশা শেষ পর্যন্ত সফল হয়নি। বুধবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
আরও পড়ুন : পড়তে পড়তেই ভালবাসা, ১৯৯৫-তে সুতপা শিকদারের সঙ্গে এভাবেই বাঁধা পড়েন ইরফান
জানা যায়, কোকিলাবেন হাসপাতালে যখন আইসিইউতে চলছে ইরফান খানের চিকিতসা, সেই সময় হঠাত করেই মুখ খোলেন অভিনেতা। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে ইরফান বলেন, 'আম্মা এসেছেন আমাকে নিয়ে যেতে'।
প্রসঙ্গত গত ২৬ এপ্রিল মৃত্যু হয় ইরফান খানের মা সায়েদা বেগমের। ৯৫ বছর বয়সে চলে যান তিনি। মৃত্যুর পর মা-কে শেষবারের মতোও দেখতে পাননি ইরফান। মায়ের মৃত্যুর ৩ দিনের মধ্যেই শেষ হল ইরফান খানের লড়াই।