''অভিনয়েই ১০০ শতাংশ দিতে চাই'', ফিল্ম স্কুল ছাড়লেন Irrfan পুত্র বাবিল
লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় ছাড়ার কথা জানিয়ে বন্ধুদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বাবিল খান।
নিজস্ব প্রতিবেদন : ইরফান খান (Irrfan Khan) বরাবরই চেয়েছিলেন, তাঁর ছেলেরা সিনেমার দুনিয়াতেই কেরিয়ার তৈরি করুক। প্রয়াত বাবার স্বপ্ন পূরণের পথেই এবার হাঁটতে চলেছেন ইরফান পুত্র বাবিল। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, পরিচালক সুজিত সরকারের (Shoojit Sircar) ছবিতে দেখা যাবে বাবিল খানকে। এবার পুরোপুরি অভিনয়ে মন দিতে কলেজ ছাড়লেন তিনি। লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় (University of Westminster) ছাড়ার কথা জানিয়ে বন্ধুদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বাবিল খান (Babil Khan)।
লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় (University of Westminster)-র বন্ধুদের উদ্দেশ্যে বাবিল খান (Babil Khan) লিখেছেন, ''প্রিয় বন্ধুরা, আমি তোমাদের ভীষণ মিস করব। মুম্বইয়ে আমার খুব কম বন্ধু-বান্ধব, বড়জোর ২-৩ জন। অথচ ওই অজানা ঠাণ্ডার জায়গায় তোমরা আমায় বাড়ির মতো অনুভূতি দিয়েছিলে। তোমাদের প্রতি ভালবাসা রইল, ধন্যবাদ। ফিল্ম নিয়ে বি.এ, করছিলাম, তবে আজ সেখান থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি অভিনয়ের জন্য সবটা দিতে চাই। বিদায় ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়। তোমাদের ভালোবাসি আমার প্রকৃত বন্ধুরা।''
আরও পড়ুন-তীব্র শ্বাসকষ্ট নিয়ে SSKM-এ ভর্তি কবীর সুমন
ইতিমধ্যেই অনভিতা দত্ত পরিচালিত নেটফ্লিক্স অরিজিনালসের 'কালা'তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাবিল খান। ছবিতে তাঁর সঙ্গে রয়েছে তৃপ্তি ডিমরি (Tripti Dimri) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এটির প্রযোজনা করছেন অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই এর শুটিংও শেষ হয়েছে। শুধু তাই নয় পরিচালক সুজিত সরকারের (Shoojit Sircar) পরবর্তী ছবিতেও অভিনয় করার কথা জানিয়েছেন বাবিল খান। প্রযোজনায় রনি লাহিড়ি। প্রসঙ্গত, সুজিত সরকারের 'পিকু'তে দীপিকার বিপরীতে অভিনয় করেছিলেন ইরফান খান (Irrfan Khan)।