Indian Idol 12: ট্রফি পেলেন উত্তরাখণ্ডের Pawandeep, দ্বিতীয় এ রাজ্যের Arunita

রবিবার ১২ ঘণ্টার লাইভ গ্র্যান্ড ফিনালে হয়।

Updated By: Aug 16, 2021, 07:40 AM IST
Indian Idol 12: ট্রফি পেলেন উত্তরাখণ্ডের Pawandeep, দ্বিতীয় এ রাজ্যের Arunita

নিজস্ব প্রতিবেদন: সংগীতের অন্যতম সেরা রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২-র (Indian Idol 12) চ্যাম্পিয়ন হলেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন (Pawandeep Rajan)। প্রথম রানার্স আপ হলেন এ রাজ্যের অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)।   

জয়ী পবনদীপ রাজনের (Pawandeep Rajan) হাতে তুলে দেওয়া হয় একটি ট্রফি, পুরস্কার মূল্য ২৫ লক্ষ টাকা এবং একটি নতুন গাড়ি। কড়া টক্কর দিয়েও দ্বিতীয় হলেন পশ্চিমবঙ্গের অরুণিতা কাঞ্জিলাল। এবার ফাইনালে উঠেছিলেন সায়লি কাম্বলে, নিহাল তৌরো, দানিশ মহম্মদ এবং সম্মুখ প্রিয়া।

আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছরে রইল, বলিউডের কয়েকটি দেশাত্ববোধক ছবির তালিকা

আরও পড়ুন: ‘Shershaah’ ছবি দেখে Sidharthকে স্পেশাল বললেন তাঁর প্রাক্তন বান্ধবী Alia Bhatt

ইন্ডিয়ান আইডল সিজন ১২-র (Indian Idol 12) গ্র্য়ান্ড ফাইনালে চ্যানেল কর্তৃপক্ষের তরফে রাখা হয়েছিল একটি বিশেষ চমক। সম্ভবত এই প্রথম ভারতীয় টেলিভিশনে একটানা ১২ ঘণ্টার লাইভ গ্র্যান্ড ফাইনাল হল। রবিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত হয় অনুষ্ঠান। এবার বিচারকের আসনে ছিলেন অনু মালিক, হিমেশ রেশমিয়া এবং সনু কক্কর। ফাইনালে বিশেষ অথিতি হিসেবে এসেছিলেন আলকা ইয়াগনিক, কুমার সানু, উদিত নারায়ণ। এছাড়া এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণী।

.