ভারতে ফিফটি শেডস অফ গ্রে মুক্তির ওপর নিষেধাজ্ঞা সেন্সর বোর্ডের
ফিফটি শেডস অফ গ্রে মুক্তি পাচ্ছে না ভারতে। সেন্সর বোর্ডের মুখ্য আধিকারিক শ্রবন কুমার ছবির ওপর নিষেধাজ্ঞা জারির কারণ না জানালেও ইউনিভার্সাল পিকচার(যারা ছবিটি রিলিজ করিয়েছে) সেন্সর বোর্ডের কাছে আবেদন জানাতে পারে বলে জানিয়েছেন।
ওয়েব ডেস্ক: ফিফটি শেডস অফ গ্রে মুক্তি পাচ্ছে না ভারতে। সেন্সর বোর্ডের মুখ্য আধিকারিক শ্রবন কুমার ছবির ওপর নিষেধাজ্ঞা জারির কারণ না জানালেও ইউনিভার্সাল পিকচার(যারা ছবিটি রিলিজ করিয়েছে) সেন্সর বোর্ডের কাছে আবেদন জানাতে পারে বলে জানিয়েছেন।
অন্যদিকে, ইউনিভার্সাল পিকচারের তরফে জানানো হয়েছে সেন্সর বোর্ডের আপত্তি তোলা সংলাপ ও যৌনতার দৃশ্য বাদ দেওয়ার পরেও নিষেধাজ্ঞা জারি করেছে সেন্সর বোর্ড। ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়ে এখনও পর্যন্ত সারা বিশ্বে ৪০০ মার্কিন ডলারের ব্যবসা করেছে এই ছবি। ছবিতে অত্যধিক যৌনতার কারণে মালয়শিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া এর আগেই ফিফটি শেডস অফ গ্রে-র মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ছবির ডিস্ট্রিবিউটর কমকাস্ট কর্পও চিনে ছবি রিলিজ করছে না।
২০১১ সালের বেস্টসেলার অবলম্বনে ছবিতে অভিনয় করেছেন জেমি ডোরনান ও ডাকোটা জনসন।