Nachiketa-র কালজয়ী গান গাইলেন ইমন, অনুপম, অনিন্দ্য, রূপঙ্কর, মনোময়-রা

বৃহস্পতিবার বাংলা নববর্ষে (১৪২৮) মুক্তি পেয়েছে নতুন অ্যলবাম 'অন্তবিহীন পথে নচিকেতা'। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 15, 2021, 08:31 PM IST
Nachiketa-র কালজয়ী গান গাইলেন ইমন, অনুপম, অনিন্দ্য, রূপঙ্কর, মনোময়-রা

নিজস্ব প্রতিবেদন : নচিকেতা চক্রবর্তীর কালজয়ী সব গান নতুন করে গাইলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, অনুপম রায়, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচী এবং নচিকেতা-কন্যা ধানসিঁড়ি। ৯-এর দশকের নস্টালজিয়া ফিরিয়ে দিয়ে বৃহস্পতিবার বাংলা নববর্ষে (১৪২৮) মুক্তি পেয়েছে নতুন অ্যলবাম 'অন্তবিহীন পথে নচিকেতা'। যার মূল উদ্যোক্তা Bengali Music Directory।

'অন্তবিহীন পথে নচিকেতা' এই গানের অ্যালবামে থাকছে 'তুমি আসবে বলে', 'যখন সময় থমকে দাঁড়ায়', 'কুয়াশা যখন', 'এক পুরনো মসজিদে', 'it's a game', 'সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা', 'রাজশ্রী তোমার জন্য' মত নচিকেতার লেখা, সুর করা এবং গাওয়া জনপ্রিয় গান।

আরও পড়ুন-গরমে কীভাবে সাজবেন? লিখলেন অনিরুদ্ধ চাকলাদার 

আরও পড়ুন-ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নববর্ষের স্মৃতি ভীষণ উজ্জ্বল: মিথিলা

এই গানের অ্যালবাম প্রসঙ্গে গায়ক অনুপম রায় বলেন, ''নচিকেতার গান আবার বরাবরই খুব পছন্দের। যতবার, যেখানে নচিকেতার গান গাইতে বলা হয়েছে, সেগুলি আনন্দের সঙ্গেই গেয়েছি। এই অ্যালবামের অংশ হতে পেরে আমি ভীষণই খুশি।'' 

গায়িকা ইমন চক্রূবর্তী বলেন, ''নচিদার গান গাওয়া এবং তাঁর গানেই তাঁকে শ্রদ্ধা জানানো আমার কাছে অনেক বড় বিষয়। নচিদা সুস্থ থাকুন, ভালো থাকুন।''

.