অ্যানড্রিউয়ের সঙ্গে বিচ্ছেদ, মন ভাঙল ইলিয়ানার

দীর্ঘদিনের বন্ধু ছিলেন অ্যানড্রিউ

Updated By: Nov 15, 2019, 06:11 PM IST
অ্যানড্রিউয়ের সঙ্গে বিচ্ছেদ, মন ভাঙল ইলিয়ানার

নিজস্ব প্রতিবেদন: অনুরাগ বসুর বরফি দিয়ে বলিউডে পা রাখেন ইলিয়ানা ডিক্রুজ। এরপর রুস্তম, রেইড কিংবা হালফিলের পাগলপন্থিসহ বলিউডে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি সিনেমার পাশাপাশি নতুন করে পেজ থ্রি-র শিরোনামে উঠে আসতে শুরু করেন ইলিয়ানা। নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের বন্ধু অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে ইলিয়ানার বিচ্ছেদ। 

আরও পড়ুন : রহস্যজনকভাবে খুন ইমরান হাসমির স্ত্রী, মর্গ থেকে উধাও মৃতদেহ
অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে বিচ্ছেদের পর মন ভেঙে যায় ইলিয়ানার। শোনা যায়, বিচ্ছেদের পর কাছের বন্ধু অজয় দেবগনের কাছে ছুটে যান ইলিয়ানা। 

আরও পড়ুন : ​ডিপকাট টপে রামের নাম, 'লাজলজ্জাহীন' বাণীকে নিষিদ্ধ করার দাবি

বিচ্ছেদের বিষয় নিয়ে ইলিয়ানাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনও কথা বলেবন না। কারণ একটি সম্পর্ক মানে দুজনের সম্মতি নিয়ে এগনো। সেখানে বিচ্ছেদ হওয়া মানে চুপ থাকাই ভাল। কারণ একজন মুখ খুললে, অন্যজনের সেটা ভাল না লাগতেই পারে। সেই করাণেই বিচ্ছেদ নিয়ে তিনি কোনও কথা বলেবন না বলে স্পষ্ট জানান ইলিয়ানা

.