ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে একের পর এক বিকিনি ছবি শেয়ার করেন অভিনেত্রী শামা সিকান্দর। শামার ওই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর গুণমুগ্ধরা প্রশংসা করেছেন, তেমনি নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু, আক্রমণের জবাব শামা কীভাবে দিলেন জানেন?
আরও পড়ুন : দিশার বিভাজিকায় কুপোকাত টাইগার যেন বোমা ফাটালেন
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত থেকে যখন একের পর এক বিকিনি ছবি শেয়ার করে কটাক্ষের মুখে পড়ছেন শামা, সেই সময় তার উত্তরও দিলেন বেশ গুছিয়েই। শামা বলেন, ‘একজন মহিলার স্তন থাকবেই। এবং, এই স্তনই পুরুষদের চেয়ে মহিলাদের পৃথক করতে সাহায্য করে। আমারও স্তন আছে।’ শামা আর কী বললেন দেখুন..
কখনও সেলিব্রিটিদের শরীর নিয়ে কটাক্ষ আবার কখনও তাঁদের পোশাক নিয়ে আক্রমণ, বর্তমানে যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়ে বিকিনি ছবি শেয়ার করেন দিশা পাটানি। দিশার ওই ছবি দেখেও কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকরা। যদিও, নিন্দুকদের একাধিক কটাক্ষের মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি দিশা পাটানি। তবে দিশা এ বিষয়ে মুখ না খুললেও, সমালোচকদের জবাব দিয়ে তাঁদের চুপ করিয়ে দিয়েছেন শামা সিকান্দর।
আরও পড়ুন : লাল বিকিনিতে সৈকতে শামা
প্রসঙ্গত এর আগে ক্লিভেজ নিয়ে আক্রমণকারীদের পাল্টা জবাব দিয়েছিলেন দীপিকা পাডুকন। ‘আমি একজন মহিলা এবং আমার স্তন আছে’ বলে ওই সময় প্রকাশ্যেই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন দিপ্পি। যা নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি।
'আমার স্তন আছে এবং তা সুন্দর', নেটিজেনদের আক্রমণের জবাব শামার