হার্দিক-রাহুল বিতর্কে ক্ষমা চাইলেন করণ জোহর
মহিলাদের নিয়ে কেন এধরনের বিতর্কিত মন্তব্য করলেন হার্দিক? প্রশ্ন তুলেছেন অনেকেই।
নিজস্ব প্রতিবেদন: 'কফি উইথ করণ' শোয়ে হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল ইস্যুতে কিছু কম জলঘোলা হয়নি। হার্দিকের মন্তব্য ঘিরে উত্তাল হয় বলিউড থেকে শুরু করে ক্রিকেট মহল। মহিলাদের নিয়ে কেন এধরনের বিতর্কিত মন্তব্য করলেন হার্দিক? প্রশ্ন তুলেছেন অনেকেই।
তবে শুধু হার্দিক ও রাহুলই যে সমালোচনার শিকার হয়েছিলেন এমনটা নয়। সমালোচনার মুখে পড়েন কফি উইথ করণ শোয়ের সঞ্চালক করণ জোহর। অনেকেই প্রশ্ন তোলের করণই বা এধরনের প্রশ্ন কেন করেছিলেন। এই সমস্ত বিতর্কের কারণে চিরকালের জন্য করণের 'কফি উইথ করণ' শোটি বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তাও করছেন নির্মাতারা। তবে এই সমস্ত বিতর্ক নিয়ে এতদিন চুপ ছিলেন করণ জোহর। তবে এতদিনে তিনিও মুখ খুলেছেন। বলিউডের পরিচালক প্রযোজক বলেন, '' আমার মনে হয় এধরনের বিতর্কে জন্য আমিও দায়ী। কারণ শোটি আমার, আমিই অতিথিদের আমন্ত্রণ জানাই। তাই সমস্ত ধরনের বিতর্কের জন্য আমিও অনেকটাই দায়ী। এই বিতর্কের কারণে আমি অনেক বিনিদ্র রজনী কাটিয়েছি। শুধু একটা কথাই ভেবেছি, যে আমি এই বিতর্ক কীভাবে সামলাতে পারি। আমার কথা কে শুনবে। মনে হয়েছে সবকিছু আমার আয়ত্তের বাইরে বের হয়ে গেছে। ''
আরও পড়ুন-লোন নিয়ে শোধ হয়নি, গুরুতর আইনি জটিলতায় শিল্পা শেঠি ও তাঁর পরিবার
আরও পড়ুন-'প্রাক্তন' পাওলির মুখোমুখি আবির, দেখুন কী ঘটেছে...
করণ আরও বলেন, ''আমি নিজেকে কোনও ভাবেই বাঁচাতে চাইছি এমনটা নয়। তবে একটা কথা বলতে চাই, যে প্রশ্নটা আমি ওই দুইজন (হার্দিক-কে এল রাহুল) কে করেছিলাম, সেই একই প্রশ্ন আমি সবাইকেই করেছিলাম, এমনকি মহিলাদেরও যেমন দীপিকা, আলিয়াকেও আমি একই প্রশ্ন করি। তবে তাঁরা কী উত্তর দেবে, কীভাবে উত্তর দেবে সেটাতে আমার কিছু করার থাকে না। ''
করণ জোহর আরও জানান, ''আমার এই শোটা মূলত মহিলা কেন্দ্রীক। তাঁদের কারোর কাছ থেকেই এমন অভিযোগ আসেনি যে এটা ঠিক নয়। তবে হ্যাঁ ওই দুই ক্রিকেটারের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল তার জন্য আমি সত্যই অনুতপ্ত। অনেকেই বলছেন যে আমি নাকি টি.আর.পি-র জন্য এমনটা করে থাকি। তবে এটা সত্যি নয়। টি.আর.পি নিয়ে আমি এক্কেবারেই মাথা ঘামাই না। তবে আমার প্লার্টফর্মে এমনটা ঘটেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। কারণ ওই দুইজন ইতিমধ্যেই অনেক মূল্য চুকিয়েছে।''
প্রসঙ্গত, করণ জোহরের কফি উইথ করণ শোয়ে এসে এধরনের বিতর্কিত মন্তব্যের জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ থেকে হার্দিক ও রাহুলকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।