মা-কে নিয়ে কোনও কথা নয়, বললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

নিজস্ব প্রতিবেদন : ‘মম’-এর জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন শ্রীদেবী। মৃত্যুর পর প্রয়াত অভিনেত্রীর হয়ে তাঁর পুরস্কার গ্রহণ করেন স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে। কিন্তু, পুরস্কার নেওয়ার দিন ওই সময় চোখে জল চলে আসে বনি কাপুরের।

আরও পড়ুন : কেমন আছেন ইরফান খান? আবার কি দেখা যাবে তাঁর অভিনয়...

তিনি বলেন, গত ৫০ বছর ধরে প্রায় ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবী। ভারতীয় সিনেমায় অবদানের জন্য ভারত সরকার যেভাবে তাঁকে সম্মনিত করল, তার জন্য কৃতজ্ঞ বলেও জানিয়েছেন বনি।

আরও পড়ুন : বিয়ের আগেই সন্তানসম্ভবা নেহা ধুপিয়া?

শুধু বনি কাপুরই নন, মায়ের পুরস্কার নিতে এসে আবেগপ্লুত হয়ে পড়েন জাহ্নবী এবং খুশি কাপুরও। কিন্তু, মা-কে ‘মিস’ করেন কি না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান শ্রীদেবীর ‘জানু’। এ বিষয়ে তিনি কোনও কথা বলতে চান না বলেও স্পষ্ট জানান জাহ্নবী কাপুর।

দেখুন সেই ভিডিও...

 

English Title: 
I don’t want to talk about it”, Janhvi Kapoor on Sridevi
News Source: 
Home Title: 

মা-কে নিয়ে কোনও কথা নয়, বললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

মা-কে নিয়ে কোনও কথা নয়, বললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী
Yes
Is Blog?: 
No