জানেন ১০ দিনে কত কোটির ব্যবসা করল ‘কাবিল’?

লড়াইটা যে বেশ জোরদার হতে চলেছে তা মুক্তি পাওয়ার আগে থেকেই বোঝা গিয়েছিল। শাহরুখ খানের ‘রইস’-র সঙ্গে যুদ্ধে নেমেছিল হৃত্বিকের ‘কাবিল’। তবে বোঝা যায়নি লড়াইটা ‘রইস’-র জন্যই বেশ কঠিন হতে চলেছে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘রইস’-র পরই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘কাবিল’।

Updated By: Feb 5, 2017, 04:42 PM IST
জানেন ১০ দিনে কত কোটির ব্যবসা করল ‘কাবিল’?

ওয়েব ডেস্ক: লড়াইটা যে বেশ জোরদার হতে চলেছে তা মুক্তি পাওয়ার আগে থেকেই বোঝা গিয়েছিল। শাহরুখ খানের ‘রইস’-র সঙ্গে যুদ্ধে নেমেছিল হৃত্বিকের ‘কাবিল’। তবে বোঝা যায়নি লড়াইটা ‘রইস’-র জন্যই বেশ কঠিন হতে চলেছে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘রইস’-র পরই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘কাবিল’।

আরও পড়ুন বিয়ে করলেন এই টলিউড অভিনেত্রী

বছরের শুরু থেকেই বলিউডে একের পর এক ব্লকবাস্টার ছবি মুক্তি পাচ্ছে। ২৫ জানুয়ারিতে একইসঙ্গে মুক্তি পায় শাহরুখ খান অভিনীতছবি ‘রইস’ এবং হৃত্বিক রোশন অভিনীত ‘কাবিল’। সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, শনিবার এই ছবি ৯.২২ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাত্‌ এই ছবির মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়াল ১০৬.২ কোটিতে। ‘রইস’-র সঙ্গে মুখোমুখি যুদ্ধ হলেও ‘কাবিল’ নিজেকে কাবিল প্রমাণ করেছে।

আরও পড়ুন জানেন বলিউডের কোন দুই অভিনেতার উপর তাপসী পান্নুর ‘ক্রাশ’ ছিল?

.