ধুমধাম করে হয়ে গেল হাউসফুল থ্রির দ্বিতীয় গানের লঞ্চ

আগামী ৩রা জুন ছবি মুক্তি। তার আগে ধুমধাম করে হয়ে গেল হাউসফুল থ্রির দ্বিতীয় গানের লঞ্চ। মিকার গানে হাজির টিম হাউসফুল থ্রি। চার বছর পর ফিরছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হাউসফুল থ্রি। উদ্দেশ্য ছিল হাউসফুল থ্রির দ্বিতীয় গানের লঞ্চ। কিন্তু মিকা সিং -এর গলায় শোনা গেল একের পর এক মিকার হিট গান। এমনই মজাদার ছিল হাউসফুল থ্রির গান লঞ্চ। অক্ষয়ের জন্য এরআগেও প্রচুর হিট গান গেয়েছেন মিকা। এই গানটি সেই লিস্টে নতুন সংযোজন। সবমিলিয়ে অক্ষয় তাঁর কাছে লাকি চার্ম। জানালেন মিকা।

Updated By: May 7, 2016, 09:06 PM IST
 ধুমধাম করে হয়ে গেল হাউসফুল থ্রির দ্বিতীয় গানের লঞ্চ

ওয়েব ডেস্ক: আগামী ৩রা জুন ছবি মুক্তি। তার আগে ধুমধাম করে হয়ে গেল হাউসফুল থ্রির দ্বিতীয় গানের লঞ্চ। মিকার গানে হাজির টিম হাউসফুল থ্রি। চার বছর পর ফিরছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হাউসফুল থ্রি। উদ্দেশ্য ছিল হাউসফুল থ্রির দ্বিতীয় গানের লঞ্চ। কিন্তু মিকা সিং -এর গলায় শোনা গেল একের পর এক মিকার হিট গান। এমনই মজাদার ছিল হাউসফুল থ্রির গান লঞ্চ। অক্ষয়ের জন্য এরআগেও প্রচুর হিট গান গেয়েছেন মিকা। এই গানটি সেই লিস্টে নতুন সংযোজন। সবমিলিয়ে অক্ষয় তাঁর কাছে লাকি চার্ম। জানালেন মিকা।

এমনিতে কমেডি ছবি। তারওপর এরকম মজাদার একটা গান। স্বাভাবিক গানটি ভীষণ মনে ধরেছে কলাকুশলীদের।অপেক্ষা এখন শুধু ছবি মুক্তির।

.