লকডাউনের মধ্যে ইফতার পার্টির আয়োজন, ভাইরাল হিনা খানের ছবি

নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন হিনা খান 

Edited By: জয়িতা বসু | Updated By: May 6, 2020, 04:37 PM IST
লকডাউনের মধ্যে ইফতার পার্টির আয়োজন, ভাইরাল হিনা খানের ছবি

নিজস্ব প্রতিবেদন: ​টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বলা হয় তাঁকে। ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়-এর অক্ষরার অভিনয় দিয়ে তাঁর জনপ্রিয়তা তৈরি হতে শুরু করে। অক্ষরা থেকে এরপর বিগ বসের ঘরে হাজির হয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। বুঝতেই পারছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খানের কথাই বলা হচ্ছে।

বর্তমানে টেলিভিশনের গণ্ডি ছাড়িয়ে কখনও অরিজিত সিংয়র মিউজিক ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁকে আবার কখনও বিক্রম ভাটের ছবি দিয়ে বলিউডে পা রাখছেন তিনি। ফলে হিনা খানের জনপ্রিয়তা বর্তমানে উর্ধমুখী। লকডাউনের জেরে ঘরে বন্দি থাকাকালীন এবার মায়ের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন হিনা খান।

বাড়িতে থাককালীন একাধিক ছবিও শেয়ার করেন হিনা। এবার রমজান মাস উপলক্ষে বেশ কয়েকটি ছবি শেয়ার করতে দেখা যায় টেলিভিশনের এই জনপ্রিয় মুখকে। সম্প্রতি ইফতারের ছবিও শেয়ার করেন হিনা। লকডাউনের জেরে সেই ইফতারের আয়োজন এক্কেবারে ছোট, সাদামাটা হলেও অভিনেত্রীর ভক্তদের মন কেড়ে নেয়।

দেখুন হিনার ইফতারের সেই সাদাসিধে আয়োজন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত রকি জয়সওয়ালের সঙ্গে হিনা খানের সম্পর্ক বহুলচর্চিত। তবে বি টাউনে সবে পা রেখেছন। তাই এই মুহূর্তে তাঁর বিয়ের কোনও চিন্তাভাবনা নেই বলে স্পষ্ট জানান হিনা খান।

.