প্রয়াত হারাধন বন্দ্যোপাধ্যায়

চলে গেলেন প্রখ্যাত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। আজ বেলা ১২টা বেজে ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

Updated By: Jan 5, 2013, 01:43 PM IST

চলে গেলেন প্রখ্যাত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। আজ বেলা ১২টা বেজে ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
১৯২৬-এ ৬ নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৮-এ `দেবদূত` সিনেমার হাত ধরে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন হারাধন বন্দ্যোপাধ্যায়। এরপর শতাধিক বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন শক্তিশালী এই অভিনেতা। বহু টেলিসিরিয়ালেও তাঁকে দেখা গেছে। অভিনয় করেছেন বেশ কিছু হিন্দি সিনেমাতেও। মূলত চরিত্রাভিনেতা হারাধন বাবু প্রতি ক্ষেত্রেই তাঁর অসামান্য প্রতিভার সাক্ষর রেখেছেন।
`জয় বাবা ফেলুনাথ`, `যদি জানতেম`, `শাখাপ্রশাখা`, `সোনার কেল্লা`, `গুপি বাঘা ফিরে এল` সহ বহু বিখ্যাত সিনেমার অবিচ্ছেদ্দ্য অঙ্গ ছিলেন বরিষ্ঠ এই অভিনেতা। অভিনয় করেছেন বরফি, পরিণীতার মত হিন্দি ছবিতেও। ২০০৫-এ `ক্রান্তিকাল`-র জন্য তিনি শ্রেষ্ঠ সহ অভিনেতার জাতীয় পুরষ্কার পান। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে।

.