গৌরব-সন্দিপ্তা যখন একফ্রেমে...

সন্দিপ্তার সঙ্গে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন গৌরব। ইতিমধ্যেই যে ছবিতে লাইক পড়তে শুরু করেছে তাঁদের ভক্তদের।

Updated By: May 15, 2018, 03:56 PM IST
গৌরব-সন্দিপ্তা যখন একফ্রেমে...

নিজস্ব প্রতিবেদন : এক ফ্রেমে দেখা গেল গৌরব চট্টোপাধ্যায় এবং সন্দিপ্তা সেন-কে। সন্দিপ্তার সঙ্গে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন গৌরব। ইতিমধ্যেই যে ছবিতে লাইক পড়তে শুরু করেছে তাঁদের ভক্তদের। কিন্তু, আদতে বিষয়টি কি জানেন?

আরও পড়ুন : অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী

সম্প্রতি সন্দিপ্তার সঙ্গে একটি ছবি শেয়ার করেন গৌরব। সন্দিপ্তার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ারের ১০ বছর পূর্ণ হল। এবং সন্দিপ্তাই তাঁর প্রথম ‘লিডিং লেডি’ বলেও সেখানে মন্তব্য করেছেন গৌরব।

 

 

আরও পড়ুন : মানুষকে কাঁদাতে ভালবাসেন আলিয়া?

প্রসঙ্গত, ‘দূর্গা’ নামে একটি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আসেন সন্দিপ্তা। ওই সিরিয়ালে গৌরবও ছিলেন। ফলে, সন্দিপ্তার সঙ্গে অভিনয়ের ১০ বছর পূর্তিতে, দর্শকদের সঙ্গে সেই খবর ভাগাভাগি করে নিয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।

.