আমিরকে টেক্কা দিয়ে অব্যাহত ‘গোলমাল এগেইন’ ঝড়

Updated By: Oct 29, 2017, 02:56 PM IST
আমিরকে টেক্কা দিয়ে অব্যাহত ‘গোলমাল এগেইন’ ঝড়

নিজস্ব প্রতিবেদন: সিনেমা দেখে পয়সা উসুল। বলিউড অভিনেতা অজয় দেবগনের নতুন ছবি ‘গোলমাল এগেইন’ দেখে বেরনোর পর এমনটাই মতামত দর্শকদের। দুই সপ্তাহ হল মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তি পাওয়া থেকেই বক্স অফিসে যে ঝড় তুলেছিল, সেই ঝড় এখনও একইরকমভাবে চলছে।

রিমি সেনকে মনে আছে? তাঁর ইনস্টাগ্রাম ছবিগুলো দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে

একই দিনে মুক্তি পেয়েছে বলিউডের পারফেকশনিস্ট আমির খানের অন্য ধাঁচের ছবি ‘সিক্রেট সুপারস্টার’। একই দিন দুই তারকার ছবি মুক্তি পেলেও, বেশি সংখ্যক দর্শক বেছে নিয়েছেন রোহিত শেট্টি পরিচালিত ‘গোলমাল এগেইন’কে। তাই বক্স অফিস কালেকশনে ‘সিক্রেট সুপারস্টার’-এর থেকে অনেকটা এগিয়ে রয়েছে অজয় দেবগনের কমেডি ছবি।

পুনে কাণ্ডে ঠিক কী হয়েছিল? জানালেন আরশি খান

চলতি বছর মুক্তি পাওয়া সমস্ত বলিউড ছবির মধ্যে সবথেকে ভালো ব্যবসা করেছে ‘গোলমাল এগেইন’। ফিল্ম সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই ছবির বক্স অফিস কালেকশন টুইট করে জানিয়েছেন। দেখে নিন দু সপ্তাহে কত কোটি টাকার ব্যবসা করল এই ছবি।

.