‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর পোস্টারে নগ্ন পর্নস্টার মিয়া মালকোভা

 মুক্তি পেয়েছে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর ট্রেলার। পশ্চিমি পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়েই শুরু হয় ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর শুটিং। ইউরোপে বসে ওই সিনেমার শুটিং সেরেছেন বলে জানিয়েছেন পরিচালক রাম গোপাল বর্মা। সিনেমায় নগ্নতাকে খোলাখুলি প্রকাশ্যে এনেছেন পরিচালক। অর্থাত ওই সিনেমায় মিয়া মালকোভার বেশ কিছু নগ্ন ছবি প্রকাশ্যে এসেছে।

Updated By: Jan 17, 2018, 06:02 PM IST
‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর পোস্টারে নগ্ন পর্নস্টার মিয়া মালকোভা

নিজস্ব প্রতিবেদন :  মুক্তি পেয়েছে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর ট্রেলার। পশ্চিমি পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়েই শুরু হয় ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর শুটিং। ইউরোপে বসে ওই সিনেমার শুটিং সেরেছেন বলে জানিয়েছেন পরিচালক রাম গোপাল বর্মা। সিনেমায় নগ্নতাকে খোলাখুলি প্রকাশ্যে এনেছেন পরিচালক। অর্থাত ওই সিনেমায় মিয়া মালকোভার বেশ কিছু নগ্ন ছবি প্রকাশ্যে এসেছে।

 

মিয়ার ওই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার আগেই প্রকাশ্যে আসে সিনেমার পোস্টার। ওই পোস্টারেই মিয়াকে প্রায় সম্পূর্ণ নগ্নরূপেই দেখা যায়। যদিও, ওই সিনেমায় নগ্নতাকে এক অন্যরূপে প্রকাশ করা হয়েছে বলেই দাবি করেছেন পরিচালক। কিন্তু, মিয়া মালকোভার ওই সিনেমা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন : নারী শরীরের চেয়ে নৈসর্গিক কিছু নেই, বললেন রাম গোপাল 

রাম গোপাল বর্মার সিনেমার পোস্টার মুক্তির পর ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর ট্রেলার মুক্তি পায় সোমবার। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে পরিচালক রাম গোপাল বর্মার ওই সিনেমা। তবে ওই সিনেমায় মিয়া মালকোভার পাশাপাশি আর কে কে রয়েছেন, সে বিষয়ে জানা যায়নি কিছু।

 

.