তৈরি থাকুন, আগামিকালই আসছে জযবা ট্রেলর

ওয়েব ডেস্ক: টানা ৫ বছর পর পর্দায় ফিরছেন ঐশ্বর্য্য রাই বচ্চন। সঞ্জয় গুপ্তার ছবি জযবাতে কামব্যাক করছেন তিনি। গত ৩ বছর ধরে নিজের মেদবহুল চেহারার জন্য সমালোচিত হওয়ার পর জযবার ফার্স্ট লুকে সকলকে জবাব দিয়ে দিয়েছেন ঐশ্বর্য্য। এবার তৈরি থাকুন ছবির ট্রেলরের জন্য।

আগামিকাল, ২৫ অগাস্ট, ২০১৫ দুপুর ১টা নাগাদ মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলর। আজ দুপুর ১টার সময় টুইট করে ট্রেলর মুক্তির কথা প্রকাশ করেছেন সঞ্জয় গুপ্তা।

ছবিতে ঐশ্বর্য্যর সঙ্গে রয়েছেন ইরফান খান, অতুল কুলকার্নি, জ্যাকি শ্রফ, চন্দন রয় সান্যাল ও শাবানা আজমি। আগামী ৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে জযবা।

 

 

English Title: 
Get ready for Jazbaa trailer
News Source: 
Home Title: 

তৈরি থাকুন, আগামিকালই আসছে জযবা ট্রেলর

তৈরি থাকুন, আগামিকালই আসছে জযবা ট্রেলর
Yes
Is Blog?: 
No