সারেগামাপা-য়ের বিখ্যাত গায়কের মৃতদেহ পাওয়া গেল তাঁর বন্ধুর বাড়িতে

Updated By: Jul 24, 2017, 12:30 PM IST
সারেগামাপা-য়ের বিখ্যাত গায়কের মৃতদেহ পাওয়া গেল তাঁর বন্ধুর বাড়িতে

ওয়েব ডেস্ক: পাকিস্তানের গায়ক এবং সারেগামাপা ২০১২-এর জনপ্রিয় প্রতিযোগী জাইন আলিকে তাঁর বন্ধুর বাড়িতে মৃত অবস্থায় পেল পাকিস্তানের পুলিস। লাহোরে তাঁর এক বন্ধুর বাড়ি থেকে জাইন আলির মৃতদেহ খুঁজে পেয়েছে পুলিশ। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনূযায়ী জাইন আলি তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন শেইখুপুরায়। তিনি গিয়েছিলেন জুলাইয়ের ২০ তারিখ। তারপর তিনি আর সেখান থেকে ফেরেননি। পরে ওয়াশরুম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিস।

আরও পড়ুন প্রভাসের সাহো-তে অভিনয় করবেন বলিউডের নয়ের দশকের এক অভিনেতা

ইতিমধ্যে, তাঁর মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। জাইন আলির ভাই বলেছেন, 'আমি যতদূর জানি, ওর সঙ্গে কারও কোনও সমস্যা ছিল না। বরং, দাদার একটা ফিল্মে গান গাওয়ারও কথা ছিল। বুঝতে পারছি না, কীভাবে এমন হল।' প্রসঙ্গত, জাইন আলি তাঁর সুরেলা কণ্ঠের জাদু দিয়ে ২০১২ সালের সারেগামাপা-য়ের দর্শকের মন কেড়েছিলেন।

আরও পড়ুন অভিষেক এবং কাশ্মিরা বাড়ি কিনলেন ওয়েস্ট হলিউডে, দেখুন ছবি

.