‘ম্যাজিক’ দেখাবেন ক্যাটরিনা, টাইগার জিন্দা হ্যায়-র জন্য সলমন কি কি করছেন জানেন?

Updated By: Aug 11, 2017, 09:30 AM IST
‘ম্যাজিক’ দেখাবেন ক্যাটরিনা, টাইগার জিন্দা হ্যায়-র জন্য সলমন কি কি করছেন জানেন?

ওয়েব ডেস্ক : সলমন খানের ‘টিউবলাইট’ মন জয় করতে পারেনি দর্শকদের। এক কথায়, ‘বজরঙ্গী ভাইজানে’র পর টিউবলাইট দিয়ে দর্শকদের প্রত্যশা মেটাতে পারেননি সলমন খান। চিনা অভিনেত্রী ঝু ঝু এবং ভাই সোহেল খানের সঙ্গে টিউবলাইটে স্ক্রিন শেয়ার করলেও, সলমনের টিউবলাইট মুক্তির পর পরই যেন মুষড়ে পড়ে। আর তাই টিউবলাইট বক্স অফিসে সাফল্য না পেলেও, ‘টাইগার জিন্দা হ্যায়’-তে যাতে ফের সলমন ম্যাজিক কাজ করে, তার জন্য বেশ ততপর বলিউডের ভাইজান।

আরও পড়ুন মুক্তি পেল ভূমির ট্রেলার : দেখুন মেয়ের জন্য সঞ্জয় দত্তের লড়াই

বলিউড লাইফের খবর অনুযায়ী, টাইগার জিন্দা হ্যায়-র জন্য বেশ কিছু ‘প্ল্যান’ করছেন সলমন খান। ‘এক থা টাইগার’ মুক্তির পর, তা বেশ ভাল ব্যবসা করেছিল বক্স অফিসে। তাই ওই সিনেমার সিক্যুয়েলে যাতে কোনওরকম ঘাটতি না পড়ে, তার জন্য তত্পর সলমন। শুধু তাই নয়, আলি আব্বাস জাফরের ওই সিনেমা যাতে দর্শকদের মন জয় করতে পারে, তার জন্য খ্রিস্টমাসের সময়ই ওই সিনেমা মুক্তি পেতে পারে বলেও শোনা যাচ্ছে।টাইগার জিন্দা হ্যায়-র জন্য বর্তমানে আবু ধাবিতে রয়েছেন সলমন, ক্যাটরিনা। সেখানেই আগামী ৪০ দিন ধরে চলবে টাইগার জিন্দা হ্যায়-র শ্যুটিং। আবু ধাবির পাশাপাশি মরক্কো এবং অস্ট্রিয়াতেও টাইগার জিন্দা হ্যায়-র শ্যুটিং করছেন সলমনরা।

আরও পড়ুন  মায়ের সঙ্গে আউটিংয়ে ছোট্ট মিশা, হাসিখুশি মুডে দিল ক্যামেরা পোজও

.