মায়ের সঙ্গে আউটিংয়ে ছোট্ট মিশা, হাসিখুশি মুডে দিল ক্যামেরা পোজও

Updated By: Aug 10, 2017, 06:42 PM IST
মায়ের সঙ্গে আউটিংয়ে ছোট্ট মিশা, হাসিখুশি মুডে দিল ক্যামেরা পোজও

ওয়েব ডেস্ক : বাবা বেশ ব্যস্তl তাই মায়ের সঙ্গেই আউটিংয়ে বেরল ছোট্ট মিশাl আর মা মীরা কাপুরের সঙ্গে আউটিংয়ে বেরোতেই পাপারাতজিদের ক্যামেরা যেন ছেকে ধরল শাহিদ কাপুরের ছোট্ট মেয়েকেl তাতে অবশ্য হেলদোল নেই মিশারl উল্টে, পাপারাতজিদের ক্যামেরার সামনে বেশ হাসিখুশি মুডেই পোজ দিতে দেখা গেল তাকেl

আউটিংয়ে বেরিয়ে কখনও মা মীরা রাজপুতের কোলে দেখা গেল মিশাকে আবার কখনও মায়ের হাত ধরেই ছোট ছোট পায়ে এদিক-ওদিক ঘুরতে দেখা গেল শাহিদ কন্যাকেl দেখুন সেই ছবি,

বর্তমানে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতীর’ শ্যুটিংয়ে ব্যস্ত শাহিদ কাপুরl ওই সিনেমায় দীপিকা পাডুকন এবং রণবীর সিং-এর বিপরীতে দেখা যাবে শাহিদ কাপুরকেl আর পদ্মাবতীর জন্য ইতিমধ্যেই শাহিদ কাপুরকে অন্যরকম লুকে দেখা যাচ্ছেl

সইফ-করিনা পুত্র তৈমুর আলি খানের স্যুইত্জারল্যান্ডে ছুটি কাটানোর পর এবার মিশার পালাl বি টাউনের গুঞ্জন, মিশার জন্মদিনের আগেই নাকি শাহিদ, মীরা তাঁকে নিয়ে ‘হলিডের’ জন্য বেরিয়ে পরবেনl এখন দেখা যাক, তৈমুরের পাশাপাশি মিশাকে নিয়েও শাহিদ, মীরার ভক্তরা কতটা উত্সাহিত হনl   

.