প্রয়াত লোকসঙ্গীত শিল্পী অমর পাল
দেশ ভাগের পর ১৯৪৮ সালে অমর পালকে কলকাতায় চলে আসতে হয়।
নিজস্ব প্রতিবেদন : প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী অমর পালের জীবনাবসান হল। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। লোকসঙ্গীতে দুই বাংলাতেই জনপ্রিয় ছিলেন অমর পাল। সত্যজিৎ রায়ের "হীরক রাজার দেশে" ছবিতে 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়... ' গানটি আজও চিরস্মরণীয় করে রেখেছে শিল্পীকে।
অবিভক্ত বাংলার ব্রাহ্মণবেড়িয়ায় লোকশিল্পী অমর পালের জন্ম হয়। অল্পবয়সে বাবাকে হারালেও মায়ের কাছেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি। পরে সঙ্গীতগুরু আয়াত আলি খানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা নেন। দেশ ভাগের পর ১৯৪৮ সালে অমর পালকে কলকাতায় চলে আসতে হয়। ব্রাহ্মণবেড়িয়া, তিতাসের পাড় ছেড়ে এলেও তিনি সেখানকার মেঠো সুর ভোলেননি। এদেশে এসে তিনি সুরেন চক্রবর্তী, মণি চক্রবর্তী ও ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের মতো বিখ্যাত লোকসঙ্গীত শিল্পীর কাছে শিক্ষালাভ করেন। নিজে বহু লোকসঙ্গীত রচনা করলেও বাউল, টুসু, মনসা থেকে ভাটিয়ালির কথা ও সুরকে ভোলেননি অমর পাল।
সত্যজিত্ রায়ের হাত ধরে বাংলা গানের জগতে মাইলফলক 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়... ' অমর পালের কন্ঠে। শুধুমাত্র সত্যজিত্ রায়ের ছবিতে প্লে ব্যাক নয়, পরবর্তী কালে প্রয়াত ঋতুপর্ণ ঘোষ থেকে তপন সিংহ, দেবকীকুমার বসুর সঙ্গেও কাজ করেছেন। আধুনিক বাংলা গানের স্বর্ণযুগেও তিনি লোকসংগীত গেয়ে মধ্যগগনে থেকেছেন৷
Saddened at the passing away of well-known folk singer Amar Pal. I recall his contribution to films like Hirak Rajar Deshe and Nimantran. My condolences to his family and admirers
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2019
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারকে সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন - ফেসবুকে শুভ্রাংশুর ইঙ্গিতপূর্ণ পোস্টে ছড়াল বিজেপিতে যোগদানের জল্পনা