"আমি মনে করি না, কোনও ভুল করেছি। এতে কি ভুল আছে?" মিম বিতর্কে মুখ খুললেন বিবেক ওবেরয়
ক্ষমা চাইতে আমার কোনও সমস্যা নেই। কিন্তু বলুন তো আমি কি ভুল করেছি?
নিজস্ব প্রতিবেদন : ওপিনিয়ন পোল, এক্সিট পোলের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের পুরনো প্রেমকে টেনে এনে সোমবার একটি মিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা বিবেক ওবেরয়। গোটা বিতর্কের জেরে বিবেককে নোটিস ধরিয়েছে জাতীয় মহিলা কমিশন। এরপরেই মিম বিতর্কে মুখ খুললেন বিবেক। তাঁর মতে, তিনি কোনও ভুল করেননি। সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, এতে কি ভুল আছে?
Haha! creative! No politics here....just life
Credits : @pavansingh1985 pic.twitter.com/1rPbbXZU8T
— Vivek Anand Oberoi (@vivekoberoi) May 20, 2019
সলমনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ককে ওপিনিয়ন পোল এবং তাঁর(বিবেক) সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ককে এক্সিট পোল ও অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েকে আসল ফলাফল বলে দেখানো হয়েছে মিমের মাধ্যমে। যদিও মিমটি বিবেক নিজে তৈরি করেননি। সেই মিমটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা বিবেক ওবেরয় লিখেছিলেন "হাহা! সৃষ্টিশীল! কোনও রাজনীতি নেই এখানে ... শুধুই জীবনের।" যদিও মিমটি শেয়ার করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিবেককে আক্রমণের শিকার হতে হয়। ইতিমধ্যেই এবিষয়ে অভিনেতার কাছে জাতীয় মহিলা কমিশনের তরফে নোটিস পাঠানো হয়েছে।
Vivek Oberoi: People are saying apologise, I have no problem in apologising, but tell me what wrong have I done? If I have done something wrong I will apologise. I don't think I have done anything wrong. What's wrong in it? Somebody tweeted a meme and I laughed at it. pic.twitter.com/d7z5362rwr
— ANI (@ANI) May 20, 2019
Vivek Oberoi: I don't know why people are making a huge issue out of it. Someone had sent me a meme which made fun of me. I laughed on it&I appreciated the person for his creativity. If someone mocks at you, you should not take it seriously. pic.twitter.com/Ak23Slw8vr
— ANI (@ANI) May 20, 2019
এরপরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিবেক ওবেরয়। তিনি বলেন, "লোকজন আমাকে ক্ষমা চাইতে বলেছেন। ক্ষমা চাইতে আমার কোনও সমস্যা নেই। কিন্তু বলুন তো আমি কি ভুল করেছি? যদি আমি কোনও ভুল করে থাকি তবে নিশ্চয়ই ক্ষমা চাইব। আমি মনে করি না, কোনও ভুল করেছি। এতে কি ভুল আছে?" পাশাপাশি বিবেক আরও বলেন, "আমি বুঝতে পারছি না কেন মানুষজন এই সামান্য বিষয়টা নিয়ে এতো বড় ইস্যু করছে! কেউ একজন আমাকে একটা মিম পাঠিয়েছে, যেটা আমার বেশ মজা লেগেছে। আমি খুব হেসেছি এবং অবশ্যই যে ওই মিমটি তৈরি করেছে তার ক্রিয়েটিভিটির প্রশংসা করছি। যদি কেউ তোমাকে নিয়ে মজা করে, তাহলে এটা গম্ভীরভাবে দেখার কিছু নেই।"
আরও পড়ুন - এক্সিট পোলের সঙ্গে তুলনা করে ঐশ্বর্যকে নিয়ে মিম, বিবেককে নোটিস মহিলা কমিশনের