বিগ বসের ঘরের ‘ফেক আন্টি’ কে? জানালেন প্রাক্তন প্রতিযোগী জ্যোতি কুমারী

নিজস্ব প্রতিবেদন: সদ্য বিগ বসের ঘর থেকে বেরিয়ে গিয়েছেন প্রতিযোগী জ্যোতি কুমারী। ঘর থেকে বেরিয়ে উইকেন্ড বা ওয়ার এপিসোডে সাংবাদিকদের সামনে জানালেন বিতর্কিত রিয়েলিটি শোয়ে তাঁর অভিজ্ঞতার কথা। কী বললেন জ্যোতি কুমারী? টুইটারে সেই সাক্ষাত্‌কারের ভিডিও শেয়ার করেছে প্রভাত খবর।

 

ক্যামেরা দেখে মুখ লুকোচ্ছেন কেন শাহিদ?

জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস থেকে বাদ পড়ে যাওয়ার পর কেমন লাগছে জ্যোতি কুমারীর? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এত তাড়াতাড়ি বিগ বস থেকে বাদ পড়ে যাওয়ায় মোটেই ভালো লাগছে না। কারণ, আমার থেকে অনেক দুর্বল প্রতিযোগী রয়েছে ওখানে। যেমন, লাভ ত্যাগী।’

ঘরের অন্য এক সদস্য স্বপ্না চৌধরির প্রসঙ্গ উঠলে জ্যোতি বলেন, ‘স্বপ্না লোকের সামনে একরকম কথা বলে, পিছনে একরকম। তাই ঘরে ওকে ফেক আন্টি বলে ডাকা হয়।’

ইন্দিরা গান্ধীর সঙ্গে পরিবারের ছবি শেয়ার করে আক্রমণের মুখে প্রিয়াঙ্কা

English Title: 
Evicted commoner contestant jyoti kumara talks about ‘fake aunty’
News Source: 
Home Title: 

বিগ বসের ঘরের ‘ফেক আন্টি’ কে? জানালেন প্রাক্তন প্রতিযোগী জ্যোতি কুমারী

বিগ বসের ঘরের ‘ফেক আন্টি’ কে? জানালেন প্রাক্তন প্রতিযোগী জ্যোতি কুমারী
Yes
Is Blog?: 
No