Ekta Kapoor : 'এটা কি ফ্যাশন শো! এ কী পোশাকে মন্দিরে এসেছেন?' কটাক্ষের মুখে একতা

 নেটিজেনদের কেউ লিখেছেন 'খুব খারাপ আচরণ, গার্ড জুতোগুলি ঠিকভাবে রাখছিলেন, উনি যেভাবে জুতো ছেড়ে চলে গেলেন, মনে হল কোনওভাবেই আগ্রহী নন। যদি এতই অলস হন, তাহলে বাড়ি থাকুন আর কাজের লোককে  আদেশ দিন।'একতার এই ভিডিয়োতে পাকিস্তানের এক নাগরিকও মন্তব্য করেছেন, 'আমি পাকিস্তান থেকে বলছি, আপনারা মন্দিরে পুরো পোশাকে মাথা ঢেকে যান না কেন!' কারোর কথায়, 'এমন পোশাকে কেউ মন্দিরে আসে! কিছু আদব কায়দা তো শিখুন।' কারোর মন্তব্য, 'এটা মন্দির, ফ্যাশন র‌্যাম্প নয়, যে শর্টস পরে চলে যাবেন।' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 30, 2022, 01:46 PM IST
Ekta Kapoor : 'এটা কি ফ্যাশন শো! এ কী পোশাকে মন্দিরে এসেছেন?' কটাক্ষের মুখে একতা

Ekta Kapoor, Trolling, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার ছুটির মেজাজে মুম্বই শহর। আর এই দিনেই সকাল সকাল জুহুর এক মন্দিরে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন একতা কাপুর। গাড়ি থেকে নেমে জুতো খুলে মন্দিরে ঢুকলেন একতা। কিন্তু এ কী পরে মন্দিরে গিয়েছেন 'XXX' প্রযোজক! শর্টস আর জ্যাকেট পরে মন্দিরে যেতে দেখা যায় একতাকে। আর শর্টস পরে একতার মন্দিরে যাওয়া নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

একতার মন্দিরে পৌঁছনোর ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর সমালোচনা। একজন লিখেছেন, 'খুব খারাপ আচরণ, গার্ড জুতোগুলি ঠিকভাবে রাখছিলেন, উনি যেভাবে জুতো ছেড়ে চলে গেলেন, মনে হল কোনওভাবেই আগ্রহী নন। যদি এতই অলস হন, তাহলে বাড়ি থাকুন আর কাজের লোককে  আদেশ দিন।' কেউ লিখেছেন, এক তো মন্দির দর্শনে আসছেন, তার উপর জুতোটাও ঠিক করে রাখতে আগ্রহী নন, ওগুলোও কি আপনার কর্মীরা করবেন!' কারোর কথায়, 'এমন পোশাকে কেউ মন্দিরে আসে! কিছু আদব কায়দা তো শিখুন।' কারোর মন্তব্য, 'এটা মন্দির, ফ্যাশন র‌্যাম্প নয়, যে শর্টস পরে চলে যাবেন।' একতার এই ভিডিয়োতে পাকিস্তানের এক নাগরিকও মন্তব্য করেছেন, 'আমি পাকিস্তান থেকে বলছি, আপনারা মন্দিরে পুরো পোশাকে মাথা ঢেকে যান না কেন!' 

আরও পড়ুন-রাজনীতিতে হাতেখড়ি! ২০২৪-র লোকসভা ভোটে BJP- র হয়ে লড়বেন কঙ্গনা?

তবে জানান যাচ্ছে একতা কাপুর সকালের জগিং করার পরই মন্দিরে গিয়েছিলেন, আর সেকারণেই তিনি শর্টস আর জ্যাকেট গায়ে দিয়ে ছিলেন।  শুধু এই রবিবার নয়, একতা প্রতি রবিবারই মন্দিরে যান। 

এই মুহূর্তে অল্ট বালাজির ওয়েব সিরিজ 'XXX আনসেন্সর্ড' নিয়ে আইনি জটিলতার মধ্যে রয়েছেন একতা কাপুর। গত মাসেই এনিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েন একতা। সুপ্রিম বিচারপতি অজয় রোস্তাগি ও সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 'কিছু জিনিস কখনও ঘটা উচিত নয়। আপনি অল্পবয়সীদের মন কলুষিত করছেন। এটা সকলের জন্য! OTT কনটেন্ট কি সকলের জন্য? আপনি দর্শকদের মধ্যে কীধরনের রুচি তৈরি করছেন? আপনি দেশের অল্পবয়সীদের মন কলুষিত করছেন।'  পাটনা আদালত প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তাকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে একতা কাপুরের তরফে পিটিশন দাখিল করেন আইনজীবী মুকুল রোহতগী। শীর্ষ আদালত একতার আইনজীবীকে জানিয়েছেন, 'যা খুশি তাই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া যায় না। আপনার মক্কেলকে জানাবেন, এধরনের পিটিশন দাখিল করার জন্য মূল্য চোকাতে হবে। শুধুমাত্র বেশি টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করার ক্ষমতা রাখলেই আদালত তার হয়ে কথা বলবে না।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.