Mahishasur Marddini : 'পুজো শুরু আগে মূক ও বধির কিশোরীকে গণধর্ষণ করে খুন, বদলে গেল আবহ...'

ফিল্ম নির্মাতারা জানিয়েছেন, ছবিটি মহিলাদের সম্মান প্রদর্শনের জন্যই তৈরি করা হয়েছে। চরিত্রগুলির মাধ্যমে অনুভব করানো হয়েছে শিশু কন্যা কিংবা মহিলাদের কষ্টা দেওয়া আদপে মানবতার-ই অবক্ষয়।'মহিষাসুরমর্দিনী' ছবিটির মাধ্যমে নীপিড়িত মহিলাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। 'মহিষাসুরমর্দিনী' ছবিতে ঋতুপর্ণা, শাশ্বত, পরমব্রত ছাড়াও রয়েছে আরও অনেকই। এখানে রয়েছেন সাহেব ভট্টাচার্য, কৌশিক কর, পৌলমী দাস, শ্রীতমা দে, শুভ্রশঙ্খ দাস, অভ্যুদয় দে, অরুণিমা হালদার, আরিয়ুন ঘোষ। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 1, 2022, 05:54 PM IST
Mahishasur Marddini : 'পুজো শুরু আগে মূক ও বধির কিশোরীকে গণধর্ষণ করে খুন, বদলে গেল আবহ...'

Rituparna Sengupta, Mahishasur Marddini Teaser জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বিশাল বড় বাড়িটি সাজিয়ে তোলা হয়েছিল দুর্গাপুজোর জন্য। বাড়িতে প্রতিমাও এসে গিয়েছে। হঠাৎই আলো নিভে যায়, বদলে যায় আবহ। পুজো শুরু হওয়ার আগের দিন রাতে এক ১০ বছরের মূক ও বধির মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করা হয়। বদলে যায় আবহ। এরপরেই দেখা যায় বাড়ির মালকিন ও তাঁর কয়েকজন কলেজ পড়ুয়া ভাড়াটে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। এরইমধ্যে অপ্রত্যাশিতভাবে দুই পক্ষের মধ্যে বিবাদ ও মারপিটের মতো ঘটনা ঘটে যায়। শাশ্বত চট্টোপাধ্যায়কে দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে বলতে শোনা যায়, 'তুমি মহিষাসুরের শরীরটা বধ করেছিলে শুধু, মনটা বধ করতে পারোনি।' দুর্গাপুজোর আবহে এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে পরিচালক রঞ্জন ঘোষের ছবি 'মহিষাসুরমর্দিনী'। সম্প্রতি সামনে এসেছে ছবির টিজার।

ফিল্ম নির্মাতারা জানিয়েছেন, ছবিটি মহিলাদের সম্মান প্রদর্শনের জন্যই তৈরি করা হয়েছে। চরিত্রগুলির মাধ্যমে অনুভব করানো হয়েছে শিশু কন্যা কিংবা মহিলাদের কষ্টা দেওয়া আদপে মানবতার-ই অবক্ষয়।'মহিষাসুরমর্দিনী' ছবিটির মাধ্যমে নীপিড়িত মহিলাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। 'মহিষাসুরমর্দিনী' ছবিতে ঋতুপর্ণা, শাশ্বত, পরমব্রত ছাড়াও রয়েছে আরও অনেকই। এখানে রয়েছেন সাহেব ভট্টাচার্য, কৌশিক কর, পৌলমী দাস, শ্রীতমা দে, শুভ্রশঙ্খ দাস, অভ্যুদয় দে, অরুণিমা হালদার, আরিয়ুন ঘোষ। 

আরও পড়ুন-বদলে গেছে অন্দরমহল, এবার সার্কাস থিমে তৈরি 'বিগ বস ১৬'-এর বাড়ি

আরও পড়ুন-কুমার শানু নন, মুম্বইয়ে পুজো করছেন কেদারনাথ ভট্টাচার্য 

'মহিষাসুরমর্দিনী'র গল্প এগোহে ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্রকে ঘিরেই। ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। যে নেতার সঙ্গে ঋতুপর্ণার একসময়ের সম্পর্ক ছিল বলে দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রতও। সম্প্রতি IHC-র মতো দিল্লির অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ থিয়েটার উৎসবে প্রদর্শিত হয় এই ছবি। এই ছবির শৈলী এবং থিয়েটার উৎসবে মহিষাসুরমর্দিনী দেখানো নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, 'ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ থিয়েটার উৎসবে আমাদের ছবি দেখানোর জন্য নির্বাচন হওয়াটাই একটা যুগান্তকারী ঘটনা। যা ভারতীয় থিয়েটার উৎসবের ইতিহাসে আগে কখনও ঘটেনি। রঞ্জন এবং তার টিম সিনেমার শৈলী নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। থিয়েটার উৎসবে দেখানোর জন্য আমাদের সিনেমার নির্বাচন আমাদের প্রচেষ্টাকে বৈধতা দেয়। আমি যখন বেঙ্গালুরু ফিল্ম ফেস্টে ছবিটি দেখেছিলাম তখন আমি বেশ আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এই ছবিতে প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন আর ছবি হিসাবেও এটা বেশ শক্তিশালী। এককথায় এই ছবিতে ভীষণই অনন্য একটা ছবি বলা চলে। দর্শকরা অবশ্যই মহিষাসুরমর্দিনী' ছবি থেকে নতুন কিছু পাবেন। এই অক্টোবরে দুর্গাপুজোর মাসেই মুক্তি পাওয়ার কথা  'মহিষাসুরমর্দিনী' ছবিটির। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.