মুক্তি পেল জোড়া ব্যোমকেশ
শুক্রবার মুক্তি পেল অঞ্জন দত্ত পরিচালিত বাংলা ছবি 'আবার ব্যোমকেশ'। আর একইসঙ্গে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে কৌস্তভ রায় প্রযোজিত 'ব্যোমকেশ বক্সী'। `ব্যোমকেশ বক্সী`কে পুনরায় রিলিজ করানোর জন্য নতুন ব্যোমকেশের মুক্তির দিনকেই কেন বেছে নেওয়া হয়েছে সে নিয়ে ইতিমধ্যেই তৈরী হয়েছে জল্পনা।
শুক্রবার মুক্তি পেল অঞ্জন দত্ত পরিচালিত বাংলা ছবি 'আবার ব্যোমকেশ'। আর একইসঙ্গে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে কৌস্তভ রায় প্রযোজিত 'ব্যোমকেশ বক্সী'। `ব্যোমকেশ বক্সী`কে পুনরায় রিলিজ করানোর জন্য নতুন ব্যোমকেশের মুক্তির দিনকেই কেন বেছে নেওয়া হয়েছে সে নিয়ে ইতিমধ্যেই তৈরী হয়েছে জল্পনা।
বইয়ের পাতা থেকে ব্যোমকেশ বক্সীকে প্রথম সিনেমার পর্দায় এনেছিলেন সত্যজিত্ রায়। ছবির নাম ছিল চিড়িয়াখানা। ছবিতে ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার। তারপর ফের ব্যোমকেশ বক্সীকে নিয়ে ছবি করেন অঞ্জন দত্ত। প্রযোজক ছিলেন কৌস্তভ রায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী আদিম রিপু নিয়ে তৈরি সেই ছবিতে ব্যোমকেশের চরিত্র অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়। বছর ঘুরতে না ঘুরতেই আবার রুপোলি পর্দায় হাজির ব্যোমকেশ বক্সী। এবারও পরিচালক অঞ্জন দত্ত। তবে এবার আর কৌস্তুভ রায় নন। আবার ব্যোমকেশের প্রযোজক রানা সরকার। মুক্তির আগে আবার ব্যোমকেশ-কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণ আজই পুনরায় মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ বক্সী সিরিজের প্রথম ছবিটিও। কিন্তু পুনরায় একই দিনে জোড়া ব্যোমকেশ মুক্তির কারণ কী!
যদিও বিশেষজ্ঞ মহলের অনুমান, রানা সরকারের ছবিকে টেক্কা দিতেই একই দিনে নিজের আগে মুক্তি পাওয়া ছবিকে ফের রিলিজ করাচ্ছেন প্রযোজক কৌস্তুভ রায়। যদিও এই অভিযোগ মানতে নারাজ পরিচালক অঞ্জন দত্ত। তবে একই দিনে দুটি ব্যোমকেশের মুক্তিতে কোনও বিতর্ক নেই বলে তাঁর দাবি।
বিতর্কের প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন এবারের ব্যোমকেশের প্রযোজক রানা সরকার। বরং তাঁর মতে একই সঙ্গে দু'দুটি ব্যোমকেশের ছবি মুক্তি পেলে, দর্শকদের পক্ষেই ভালো। তাঁরাই বিচার করবেন কোন ছবিটা বেশি ভালো। কৌস্তুভ রায় কিন্তু এ বিষয়ে মুখ খোলেননি।
সূত্রের খবর, আবার ব্যোমকেশ ছবিটিও প্রযোজনা করতে চেয়েছিলেন কৌস্তুভ রায়। সব ঠিকঠাক থাকলেও, দুটি চরিত্রে অভিনেতা নির্বাচন ঘিরে আপত্তি তুলেছিলেন পরিচালক। এতেই নাকি ছবি তৈরি থেকে পিছিয়ে যান কৌস্তুভ রায়। পরে রানা সরকার ছবিটি প্রযোজনা করেন। এখন দর্শকরাই বলবেন অঞ্জন দত্তের কোনও ব্যোমকেশ তাঁদের বেশি পছন্দ।
২৪ ঘন্টাকে দেওয়া সাক্ষাতকারে ছবির পরিচালক অঞ্জন দত্ত জানিয়েছেন, "আবার ব্যোমকেশের কাজ নিয়ে আমি সন্তুষ্ট। প্রথম ব্যোমকেশে কিছু ত্রুটি ছিল। কিন্তু আবার ব্যোমকেশ নিখুঁত।" ছবির বক্স অফিস সাফল্য নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী। `আবার ব্যোমকেশ`এর জন্য রইল অনেক শুভেচ্ছা।