কোভিডের থাবা, ৯ দিন হাসপাতালে লড়াই চালানোর পর চলে গেলেন অভিনেত্রী দিব্যা ভাটনগর

দিব্যার শরীরে অক্সিজিনের মাত্রা কমতে শুরু করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 7, 2020, 10:08 AM IST
কোভিডের থাবা, ৯ দিন হাসপাতালে লড়াই চালানোর পর চলে গেলেন অভিনেত্রী দিব্যা ভাটনগর
দিব্যা ভাটনগর

নিজস্ব প্রতিবেদন : ​শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়লেন অভিনেত্রী দিব্যা ভাটনগর। কোভিডে আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন ভেন্টিলেশনে চলে দিব্যার লড়াই। রবিবার রাত ৩টে নাগাদ মৃত্যু হয় দিব্যার। ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়-খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর সহকর্মীরা।

সম্প্রতি শরীরে অক্সিজেনে মাত্রা কমতে শুরু হওয়ায়, অসুস্থ হয়ে পড়েন দিব্যা ভাটনগর। অভিনেত্রীর মা এবং পরিবারের সদস্যরা তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে থাকাকালীন ফের করোনায় আক্রান্ত হন দিব্যা। গত ২৮ নভেম্বর থেকে শুরু হয় দিব্যার লড়াই কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা বৃথা হয়ে দাঁড়ায়। রবিবার গভীর রাতে মৃত্যু হয় টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীর।

আরও পড়ুন  : করোনার থাবা, ভেন্টিলেটরে লড়াই করছেন টেলি টাউনের জনপ্রিয় অভিনেত্রী

দিব্যার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন টেলি টাউনের তারকারা। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, দিব্যা যেখানেই থাকুন, এবার ভাল থাকুন। সমস্ত দুঃখ, কষ্ট থেকে এবার দিব্যা সুরাহা পেয়েছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করে ভেঙে পড়েন দেবলীনা।

প্রসঙ্গত মেয়েকে হাসপাতালে ভর্তি করার পর অভিনত্রীর মা অভিযোগ করেন, বিয়ের কয়েক মাসের পরই দিব্যাকে ছেড়ে চলে যান তাঁর স্বামী। শুধু তাই নয়, দিব্যার স্বামীকে ঠগ, জালিয়াত বলেও আক্রমণ করেন অভিনেত্রীর মা। পরিবারকে না জানিয়েই কয়েক মাস আগে গগন নামে এক ব্যাক্তিকে বিয়ে করেন দিব্যা। গগনের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি অভিনেত্রীর পরিবার। ফলে মুম্বইয়ের মীরা রোডের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে পরিবারকে ছেড়ে গগনের সঙ্গে ওশিওয়াড়ার ছোট্ট ফ্ল্যাটে দিব্যা চলে যান বলেও তাঁর মা জানান। যদিও দিব্যার মায়ের সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রয়াত অভিনেত্রীর স্বামী।

.