Disha Patani : পায়ে চোট, বিছানায় শুয়ে দিশা বলছেন, 'আমি কী আনাড়ি...'

একদিন আগেই সৈকতে বিকিনি পরে ছবি দিয়েছিলেন, হঠাৎই বদলে গেল ছবি। একের পর এক চোট আঘাতে জর্জরিত অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি দিশা ইনস্টা স্টোরি সেকথাই বলছে। নীল গামলায় রাখা বরফ জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে দিশাকে। অভিনেত্রী লিখেছেন, 'আমি কি অন্তত এক সপ্তাহের জন্য চোট আঘাত থেকে রেহাই পেতে পারি? কেন আমি এত আনাড়ি!'

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 4, 2022, 05:48 PM IST
Disha Patani : পায়ে চোট, বিছানায় শুয়ে দিশা বলছেন, 'আমি কী আনাড়ি...'

Disha Patani, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো :  যন্ত্রণা থেকে মুক্তি পেতে বরফে পা ডুবিয়ে বসে রয়েছেন। একের পর এক চোট আঘাতে জর্জরিত অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি দিশা ইনস্টা স্টোরি সেকথাই বলছে। নীল গামলায় রাখা বরফ জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে দিশাকে। অভিনেত্রী লিখেছেন, 'আমি কি অন্তত এক সপ্তাহের জন্য চোট আঘাত থেকে রেহাই পেতে পারি? কেন আমি এত আনাড়ি!'

মাত্র একদিন আগেই সৈকতে নানান ধরনের বিকিনিতে একাধিক ছবি পোস্ট করেছিলেন দিশা পাটানি। ক্যাপশানে লিখেছিলেন 'ব়্যানডাম'। তারপর হঠাৎ দিশার ঠিক কী হয়েছে তা নিয়েই উদ্বিগ্ন অনুরাগীরা। 

আরও পড়ুন-১৮ বছরের দাম্পত্য, শিল্পা-অপূর্বের পরিবারে এল নতুন অতিথি

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

কিছুদিন আগেই নাচতে গিয়ে হাঁটু ঘুরে গিয়েছিল তার। তখনও একইভাবে ব্যান্ডেজ বেঁধে বিছানায় পড়ে থাকতে হয়েছিল তাঁকে। আবারও সেই একইভাবে চোট আঘাতের মুখোমুখি দিশা। আবারও একইভাবে বিছানায় ব্যান্ডেজ বেঁধে পড়ে থাকতে হচ্ছে তাঁকে। তবে এবার চোটের মাঝেও বন্ধুকে নিয়ে রেস্তোরাঁতে খেতেও গিয়েছেন দিশা পাটানি। পায়ে ব্যান্ডেজ বেঁধে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় তাঁকে।

খুব শীঘ্রই সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে 'যোদ্ধা' ছবিতে দেখা যাবে দিশা পাটানিকে। আগামী বছর ৭ জুলাই মুক্তি পেতে চলেছে সেই ছবি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.