পারোকে স্মরণ করলেন দেবদাস

সেটা ১ ৯৫৫ সাল. দীলিপকুমার দেবদাসের পারো হয়েছিলেন বাঙালির স্বপ্নসুন্দরী সুচিত্রা সেন. শুক্রবার সকালে সেই স্বপ্নসুন্দরীকে হারিয়েছে ভারতীয় চলচ্চিত্র. তবে মাঝে প্রায় ষাট বছর অতিক্রান্ত হলেও সুচিত্রা সেনের স্মৃতি আজও উজ্জ্বল কিংবদন্তী অভিনেতার মনে.

Updated By: Jan 20, 2014, 09:03 PM IST

সেটা ১ ৯৫৫ সাল. দীলিপকুমার দেবদাসের পারো হয়েছিলেন বাঙালির স্বপ্নসুন্দরী সুচিত্রা সেন. শুক্রবার সকালে সেই স্বপ্নসুন্দরীকে হারিয়েছে ভারতীয় চলচ্চিত্র. তবে মাঝে প্রায় ষাট বছর অতিক্রান্ত হলেও সুচিত্রা সেনের স্মৃতি আজও উজ্জ্বল কিংবদন্তী অভিনেতার মনে.

নিজের বয়স এখন একানব্বই. বয়স আর রোগের কারণে হারিয়ে গেছে অনেক স্মৃতিই. সুচিত্রা সেনের মৃত্যুর খবর শুনে বেশ কিছু সময় চুপ ছিলেন তিনি. ধীরে ধীরে মনে পড়ল অনেককিছুই. বললেন, ""সুচিত্রাকে এখনও মনে আছে আমার. এমনিতে খুব চুপচাপ ছিলেন উনি. কিন্তু ক্যামেরা চালু হলেই একেবারে অন্য মানুষ তিনি. ওঁর মধ্যে একটা সহজাত, মনে হয় জন্মগত সময় জ্ঞান ছিল. যেটা দেবদাসের কিছু দৃশ্যে ওঁকে অনবদ্য করে তুলেছিল. আমার মতোই যে কোনও দৃশ্যের আগে সুচিত্রাও মানসিক প্রস্তুতি নিতেন. মাঝে মাঝে রসিকতা বোধও আমাকে অবাক করেছে. আমার দেখা অন্যতম সুন্দর স্বভাবের অভিনেত্রী.``

.