ধনঞ্জয়কে নিয়ে ছবি হোক, চায় না পরিবার! আপত্তির কথা জানিয়ে চিঠি প্রযোজনা সংস্থাকে

Updated By: Jul 28, 2017, 06:16 PM IST
ধনঞ্জয়কে নিয়ে ছবি হোক, চায় না পরিবার! আপত্তির কথা জানিয়ে চিঠি প্রযোজনা সংস্থাকে

ওয়েব ডেস্ক: হেতাল পারেখ হত্যাকান্ডে ফাঁসিপ্রাপ্ত ধনঞ্জয়ের পরিবার চায় না তাঁকে নিয়ে তৈরি বাংলা ছবি মুক্তি পাক। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আগামি প্রযোজনা অরিন্দম শীলের ছবি ধনঞ্জয়। ছবি মুক্তি পাওয়ার কথা ১১ অগাস্ট। ধনঞ্জয়ের ভাই ও বোন ইতিমধ্যেই প্রযোজনা সংস্থাকে একটি চিঠি মারফত জানিয়েছেন তাঁদের আপত্তির কথা। প্রযোজনা সংস্থা জানাচ্ছে যে তারা ১১ অগাস্টই ছবি রিলিজ করবেন। পরিচালকের আশা, সমস্যা কেটে যাবে দ্রুত।

 

১৯৯০ এর ঘটনা। হেতাল পারেখ হত্যাকান্ড এবং ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত কেয়ার টেকার ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের প্রথমে যাবজ্জীবন ও পরে ফাঁসি, এখনও যেন দগদগ করছে এই পরিবারে। এখনও তাঁরা বিশ্বাস করেন তাঁদের দাদা ছিলেন নির্দোষ। আরও পড়ুন- "শিশু অবস্থায় একব্যক্তি আমাকে অশ্লীলভাবে স্পর্শ করেছিল"

.