বাংলাদেশের 'কমান্ডো'তে দেব

বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনী-র ছবি 'কমান্ডো'তে দেখা যাবে দেবকে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 11, 2020, 03:57 PM IST
বাংলাদেশের 'কমান্ডো'তে দেব

নিজস্ব প্রতিবেদন: হাতে বন্দুক, এক্কেবারে 'কমান্ডো'র লুকে বাংলাদেশে ঢুকে পড়লেন সাংসদ অভিনেতা দেব। না, না অন্যকিছু ভাবার কারণ নেই। বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনী-র ছবি 'কমান্ডো'তে দেখা যাবে দেবকে।

বাংলাদেশের 'কমান্ডো' লুকের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা দেব। ২০২০র ঈদ-উল-আযহাতে মুক্তি পেতে চলেছে দেবের এই ছবি। এই ছবির মাধ্যমেই প্রথমবার কোনও বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন সাংসদ অভিনেতা দেব।

১১ মার্চ থেকে 'কমান্ডো'র শ্যুটিং শুরু করবেন দেব। জানা যাচ্ছে, প্রথম এই ছবির নাম রাখা হয়েছিল মিশন সিক্সটিন। পরে কোনও কারণে ছবির নাম বদলে দেওয়া হয়েছে। দেব যখন বাংলাদেশে 'পাসওয়ার্ড' এর প্রচারে গিয়েছিলেন, তখনই তাঁর বাংলাদেশের ছবিতে কাজ করার খবর শোনা গিয়েছিল।

প্রসঙ্গত, এই মুহূর্তে দেব তাঁর ছবি 'গোলন্দাজ' ও 'টনিক' নিয়েও ব্যস্ত রয়েছেন। পাশাপাশি তাঁরই প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স'-এর ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'ও মুক্তি পাওয়ার কথা। 

.