Exclusive Dev: সাফল্যের দৌলতে 'ক্লাসডিফারেন্স'! বাবা-মার 'ইনসিকিউরিটি' কীভাবে সামালান দেব?

'বাবা-মার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়নি এটা বললে মিথ্যা কথা বলা হবে', দেব (Dev)

Updated By: Dec 24, 2021, 12:45 PM IST
Exclusive Dev: সাফল্যের দৌলতে 'ক্লাসডিফারেন্স'! বাবা-মার 'ইনসিকিউরিটি' কীভাবে সামালান দেব?

নিজস্ব প্রতিবেদন: বাবা-মার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী ছেলে মেয়ের সঙ্গে দূরত্ব বাড়ে! নবীন ও প্রবীণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকে দূরত্ব! ছেলে মেয়েরা জীবনের পথে এগিয়ে যায় ও তাঁদের জীবনে ধীরে ধীরে গুরুত্ব হারায় বাবা-মারা! জেনারেশন গ্যাপের গল্প নিয়েই অভিজিৎ সেনের আগামী ছবি 'টনিক'(Tonic)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব (Dev) এমনকি ছবির অন্যতম প্রযোজকও তিনি। জি ২৪ ঘণ্টার 'আপনার রায়' অনুষ্ঠানে এসে দেব জানালেন বাবা-মাকে ঘিরে তাঁর ব্যক্তিগত জীবনের কিছু অজানা কথা। 

বাবা-মা অনেকক্ষেত্রেই ছেলে মেয়ের নানা বিষয়ে নিজের মতামত দিয়ে থাকেন, যা কখনও কখনও সন্তানের কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে। দেবের ক্ষেত্রেও কী এমন কখনও ঘটেছে? এই প্রশ্নের উত্তরে দেব বলেন, 'যদি বলি না, তাহলে মিথ্যা কথা বলা হবে। সব বাবা-মাই তাঁর সন্তানের সঙ্গে সঙ্গে থাকে। তবে আমার বাবা-মা আমার অনুপ্রেরণা, আমার হিরো। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু হঠাৎ আমি সুপারস্টার হয়ে যাওয়ায়, আমাদের মধ্যে একটা ক্লাসডিফারেন্স তৈরি হয়েছে। আমার বন্ধুরা মার্সেডিজে আসে আর বাবার বন্ধুরা বাসে আসে। আমি জানি, এতে তাদের কোনও দোষ নেই, দোষ আমার। আমার বন্ধুর বাবা-মারাও ইংলিশে কথা বলে, আমার বাবা-মা বলেন না। আমি যদি আমার বাবা-মাকে তাদের মাঝে না নিয়ে যাই তাহলে তাঁরা ইনসিকিউরিটিতে ভুগবে। ওখানে শিক্ষিত বড়লোক আছে বলে আমাদের নিয়ে গেল না,এরকম ভাববে। তাই আমি প্রথমদিন থেকেই এটা মাথায় রেখেছি।'

'আমার প্রোডাকশন হাউজ দেব ভেঞ্চারসেও প্রথম নাম আসে গুরুপদ অধিকারীর। তারপরে আমার নাম থাকে। যাতে আমার বাবা কখনও মনে না করেন যে আমার ছেলে বড় হয়ে গেছে, আমায় সঙ্গে নিয়ে যেত লজ্জা পাচ্ছে। ভুল বোঝাবুঝি সব বাবা-মা সন্তানের মধ্যেই হয় কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো। আমি ওদের বুঝি। আমি জীবনে বড় হয়ে গেছি, এটা তাঁদের নয়,আমার ভুল। আমি বিশ্বাস করি যে বাবা-মারা যে পরিশ্রম করে তাঁরা এর ফল পায় না। সেই ফল পায় সন্তানেরা। আমি তার সবচেয়ে বড় উদাহরণ, যে অভিনয় পারে না, যাঁর উচ্চারণ ঠিক নেই কিন্তু সুপারস্টার। আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, তখন অনেক বড় বড় অভিনেতারা বাড়িতে এসে বলেছিল কেরিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু এখন তারাই বলে রাজনীতি ছাড়িস না। এর পুরো কারণটাই বাবা-মা। তাঁদের ভালোটাই আমি পেয়েছি। আমি ভগবানকে দেখিনি, আমার বাবা-মাই আমার ভগবান। যে ছেলে মেয়েরা তাঁদের বাবা মাকে অবহেলা করে তাঁদের থেকে ফকির বা গরিব আর কেউ নেই।'

 

আরও পড়ুন: Ankush-Oindrila: অবাক কাণ্ড ঐন্দ্রিলার! প্রেমিকাকে নিয়ে গর্বিত অঙ্কুশ

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.