MAMI-চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা Deepika-র

 পেশাগত ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভিনেত্রী।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 12, 2021, 03:50 PM IST
MAMI-চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা Deepika-র

নিজস্ব প্রতিবেদন : মুম্বই অ্যাকাডেমি অফ দ্য মুভিং ইমেজ (MAMI)-এর চেয়ারপার্সনের পদ থেকে সরে গেলেন দীপিকা পাড়ুকোন। গত তিন বছর ধরে এই পদ সামলাচ্ছিলেন দীপিকা। পেশাগত ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভিনেত্রী।

দীপিকা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, ''MAMI-র চেয়ারপার্সনের দায়িত্ব সামলানোটা আমাকে সম্বৃদ্ধ করেছে। একজন শিল্পী হিসাবে গোটা বিশ্ব থেকে প্রতিভাদের আমার দ্বিতীয় বাড়ি মুম্বইয়ে আনাটা আমার কর্তব্য। এই মুহূর্তে আমার হাতে যে পরিমাণ কাজ আছে তাতে আমি MAMI-কে যথেষ্ট সময় দিতে পারব না। MAMI সেরা মানুষের হাতে রয়েছে, এটা জেনেই আমি বিদায় নিচ্ছি। তবে MAMI-র সঙ্গে আমার সম্পর্ক সারা জীবন থাকবে।''

আরও পড়ুন-দুটি দামি গাড়ির ঋণ চোকাচ্ছেন, প্রায় ১ কোটির অস্থাবর সম্পত্তির মালিক অদিতি মুন্সি

প্রসঙ্গত, এর আগে MAMI-র চেয়ারপার্সনের দায়িত্বে ছিলেন আমির খানের স্ত্রী কিরণ রাও। ২০১৯-র জুলাই মাসে তাঁর কাছ থেকে দীপিকা MAMI-র চেয়ারপার্সনের নিজের কাছে দায়িত্ব নেন।

আরও পড়ুন-TMC-র মদনের পর এবার BJP-র সব্যসাচীর হয়ে প্রচার, এ কী করলেন মহিমা চৌধুরী!

.