বিয়ের পরও সঙ্গে প্রাক্তন প্রেমিক, দীপিকার শরীর থেকে এবার সরল রণবীর কাপুরের নাম!

রণবীর কাপুরের নামের ট্যাটু নিয়ে প্রশ্ন করা হয় দীপিকাকে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 5, 2020, 01:13 PM IST
বিয়ের পরও সঙ্গে প্রাক্তন প্রেমিক, দীপিকার শরীর থেকে এবার সরল রণবীর কাপুরের নাম!

নিজস্ব প্রতিবেদন: প্রেম পর্বের শুরুতে রণবীর কাপুরের ভালবাসায় যেন হাবুডুবু খেতে শুরু করেন দীপিকা পাডুকন৷ রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর নিজের কাধে প্রেমিকের নাম হঠাত ট্যাটুও করিয়ে ফেলেন দীপিকা৷ যা নিয়ে কম শোরগোল হয়নি৷ (Ranbir Kapoor) রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরও দীপিকার কাধে শোভা পেতে শুরু করেন আর কে ট্যাটু৷ রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পরও প্রথমে দীপিকার কাধের সেই (Tattoo) ট্যাটু অপরিবর্তিত ছিল৷ যা নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয় (Deepika Padukone) দীপিকা পাডুকনকে৷ 

আরও পড়ুন : বিকিনিতে জলে নামলেন মা-মেয়ে, সারা আলি খানের ছবি ঘিরে শোরগোল
সম্প্রতি ছপক-এর প্রমোশনে দীপিকার কাধের ট্যাটু উধাও হয়ে যায়৷ দীপিকা কি মেকআপের সাহায্যে মুছে দিয়েছেন ট্যাটু? নাকি, এবার আর কে ট্যাটুকে চিরতরে বিদায় জানিয়েছেন দীপ্পি? এমনই প্রশ্ন করা হয় রণবীর সিংয়ের ঘরণীকে৷ যার উত্তরে দীপিকা বলেন, ক্যামেরার দিকে তাকিয়ে চোখের পলক ঘুরিয়েছেন, নিমেশে হাওয়া হয়ে যায় তাঁক কাধের ট্যাটু৷
যদিও কীভাবে দীপিকা আর কে ট্যাটু মুছে দিয়েছেন, সে বিষয়ে খোলসা করে কিছু না জানালেও, তিনি যে এবার পুরোপুরিভাবে আর কে ট্য়াটুর মোহ থেকে বেরিয়ে এসেছেন তা বেশ স্পষ্ট৷

আরও পড়ুন  : রণবীরের কোনও ভাগ নেই, স্বামীর নাম শুনেই ক্ষেপে গেলেন দীপিকা?
এদিকে সম্প্রতি ছপক-এর প্রমোশনে হাজির হলে রণবীর সিংকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রীকে৷ হোম প্রোডাকশন হিসেবে দীপিকার সিনেমা নিয়ে (Ranveer Singh) রণবীর কী বলেন? এমন প্রশ্নের উত্তরে দীপ্পি জানান, ছপক তাঁর নিজের অর্থে তৈরি করা সিনেমা৷ এখানে রণবীর সিংয়ের কোনও অনুদান নেই৷ তিনি খেটেখুটে যে প্রোযোজনা সংস্থা দাঁড় করিয়েছেন, সেই প্রযোজনা সংস্থার তৈরি সিনেমা ছপকের প্রমোশন শুরু করেছেন৷ যদিও সাংবাদিকদের সঙ্গে পুরোটা মজার ছলেই এই কথোপকথন শুরু করেন দীপিকা পাডুকন৷

.