'অনেক দিনের পরে' দেবারতি ফিরছেন কফি ও চা নিয়ে

তাঁর 'কলকাতা' গানের সুরে এখনও নেচে ওঠে প্রত্যেক বাঙালির মন। এই শহরের প্রতি তাঁর ভালবাসার প্রতীক, 'সিগনেচার স্টাইল' ক লেখা টিপ। তিনি ঊষা উত্থুপ। এতদিন তাঁকে গায়িকা বলেই চিনতেন সবাই। তবে এবার অন্য অবতারে ধরা দেবেন ঊষা উত্থুপ। অভিনয় জগতে পা দিতে চলেছেন তিনি। সৌজন্যে 'ফিল্টার কফি লিকার চা'।

Updated By: Jul 19, 2019, 06:54 PM IST
'অনেক দিনের পরে' দেবারতি ফিরছেন কফি ও চা নিয়ে

নিজস্ব প্রতিবেদন: তাঁর 'কলকাতা' গানের সুরে এখনও নেচে ওঠে প্রত্যেক বাঙালির মন। এই শহরের প্রতি তাঁর ভালবাসার প্রতীক, 'সিগনেচার স্টাইল' ক লেখা টিপ। তিনি ঊষা উত্থুপ। এতদিন তাঁকে গায়িকা বলেই চিনতেন সবাই। তবে এবার অন্য অবতারে ধরা দেবেন ঊষা উত্থুপ। অভিনয় জগতে পা দিতে চলেছেন তিনি। সৌজন্যে 'ফিল্টার কফি লিকার চা'।

আরও পড়ুন: মহানায়কের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে 'উত্তম স্মরণ সন্ধ্যা'

পরিচালক দেবারতি গুপ্তর আগামী ছবি 'ফিল্টার কফি লিকার চা'র হাত ধরেই অভিনয়ে প্রবেশ ঊষা উত্থুপের। ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। দক্ষিণ ভারতের সঙ্গে বাংলার প্রেম উঠে আসবে ছবিতে। বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার ও দক্ষিণ ভারতীয় ছেলের ভূমিকায় দেখা যাবে নিশান কেপি নানাইয়াহকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। 

আরও পড়ুন: ইমতিয়াজ আলিকে সম্মান পর্তুগিজ সরকারের

বাঙালির জীবনের সঙ্গে রসনা ওতপ্রোত ভাবে জড়িত। বিষয়টা মাথায় রেখেই তিন পরিচালক অদিতি রায়, সুদীপ দাস ও দেবারতি গুপ্ত নিয়ে আসছেন একসঙ্গে তিনটি ছবি। প্রত্যেকটির নামকরণই হয়েছে খাবারের নামে। অদিতি রায়ের ছবির নাম 'দাওয়াত-এ-বিরিয়ানি'। প্রধান চরিত্রে দেখা যাবে কিংবদন্তী অভিনেত্রী সুহাসিনী মুলেকে। তৃতীয় ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুদীপ দাস। ছবির নাম 'ডাব চিংড়ি'। সন্ধ্যা রায় অভিনয় করছেন এই ছবির মূল চরিত্রে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউস প্রযোজনা করছে এই তিনটি ছবি। Zee 5-এর ব্যানারে তৈরি হতে চলেছে ছবিগুলি।

তবে প্রথমবার দেবারতি গুপ্তর সঙ্গে কাজ করছেন না প্রিয়াঙ্কা। এর আগে পরিচালকের প্রথম ছবি  'হইচই'তে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। দেবারতি গুপ্তর শেষ ছবি 'অনেক দিনের পরে' মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। 

.