Pornography থেকে আয়ের বিপুল টাকা অনলাইন বেটিং-এ লাগাতেন Raj Kundra!

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) সন্দেহ বেটিং চক্রের সঙ্গেও যোগ ছিল রাজ কুন্দ্রার (Raj Kundra)।   

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 23, 2021, 02:49 PM IST
Pornography থেকে আয়ের বিপুল টাকা অনলাইন বেটিং-এ লাগাতেন Raj Kundra!

নিজস্ব প্রতিবেদন : পর্ন কাণ্ডে গ্রেফতারের পর শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)র বিরুদ্ধে উঠে আসছে একের পর এক তথ্য। এবার রাজের বিরুদ্ধে উঠে এল নতুন একটি অভিযোগ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) সন্দেহ বেটিং চক্রের সঙ্গেও যোগ ছিল রাজ কুন্দ্রার (Raj Kundra)।   

পুলিস সূত্রে খবর, রাজ কুন্দ্রা যে 'Hotshots' অ্যাপের মাধ্যমে ভিডিয়ো আপলোড করতেন সেই অ্যাপ থেকে বেশকিছু অ্যাডাল্ট মুভি উদ্ধার করা হয়েছে। পুলিস জানতে পেরেছে, ১৯টি অ্যাডাল্ট ভিডিয়োর বানিয়ে দেওয়ার জন্য রাজ কুন্দ্রার (Raj Kundra)। সঙ্গে এক ব্যবসায়ীর চুক্তি হয়েছিল। তবে চুক্তি সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিনা তা নিয়ে কিছুটা দ্বন্দ্ব রয়েছে তদন্তকারী আধিকারিকদের মধ্যে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) সন্দেহ পর্নোগ্রাফি থেকে উপার্জনের বিপুল পরিমাণ টাকা রাজ অনলাইন বেটিং-এ ব্যবহার করতেন। রাজ কুন্দ্রার দুটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সন্দেহজনক বলে জানাচ্ছে পুলিস। তার মধ্যে একটি আফ্রিকার অ্যাকাউন্ট। 

আরও পড়ুন-গ্রেফতার এড়াতে ২৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন Shilpa-র স্বামী Raj Kundra!

পুলিস জানিয়েছে, রাজ কুন্দ্রা (Raj Kundra)র অফিসে তল্লাশি চালিয়ে যে ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে ৫১টি অ্যাডাল্ট মুভি রয়েছে। এছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে এসেছে, যা পরবর্তী তদন্তে কাজে লাগবে। উদ্ধার হয়েছে ৪৮ টিবি ডাটা। জানা যাচ্ছে, এই ব্যবসায় প্রতি মাসে ৪০০০ থেকে ১০০০০ পাউন্ড ব্যয় হত। প্রতিটি বিল, ভাউচার রাজ কুন্দ্রার কাছে পৌঁছে দেওয়া হত। ইতিমধ্যেই এই মামলায়  IT ডেভলপারের বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, রাজ কুন্দ্রার গ্রেফতারির ঠিক আগের দিন তাঁর হিসাবরক্ষক বহু তথ্য মুছে দিয়েছিলেন, যা পুলিস পুনরায় উদ্ধার করেছে। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.