Shirshendu Mukhopadhyay: করোনা আক্রান্ত শীর্ষেন্দু, মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে সাহিত্যিক

মঙ্গলবার সকালেই রিপোর্ট পজিটিভ আসে সাহিত্যিকের

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Jan 11, 2022, 02:22 PM IST
Shirshendu Mukhopadhyay: করোনা আক্রান্ত শীর্ষেন্দু, মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে সাহিত্যিক

নিজস্ব প্রতিবেদন: দেশ থেকে রাজ্য সর্বত্র করোনা গ্রাফ উর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। টলিউডেও একের পর এক শিল্পী করোনা আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে শ্রীজাতও করোনা (Covid-19) আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন, এবার করোনা আক্রান্ত হলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে রয়েছেন শীর্ষেন্দু। 

আরও পড়ুন: "আমার দরজায় খিল" অনুরাগীদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন Iman Chakraborty

জি ২৪ ঘণ্টার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- ‘মুখে স্বাদ নেই, তিতকুটে ভাব আছে। পেটের গোলমাল হয়েছিল বেশ কয়েকদিন আগে থেকেই, শরীর অস্থির করায় চিকিৎসককে জানাই। তিনিই পরামর্শ দেন পরীক্ষা করানোর। প্রায় সাত দিন ধরে ভুগছিলাম, গতকাল পরীক্ষা করাই, আজ সকালে রিপোর্ট পজিটিভ এসেছে। হোম আইসোলেশনে রয়েছি আমি। একটু ঘুম পাচ্ছে শুধু। আর ঠান্ডা লেগে রয়েছে, এছাড়া উপসর্গ বলতে সেরকম কিছু নেই।’

আরও পড়ুন: Hrithik Roshan: জন্মদিনে ফ্যানদের কী উপহার দিলেন বলিউডের গ্রীক গড?

গত ২ জানুয়ারি মালদা বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। তখনই ঠান্ডা লেগেছিল। এরপর থেকেই শরীর খারাপ হয়। পেটের গোলমাল হওয়াতেই উদ্বিগ্ন চিকিৎসক তড়িঘড়ি পরীক্ষা করার পরামর্শ দেন। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন শীর্ষেন্দু। এছাড়াও এই কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও করোনা পরীক্ষা করে নেওয়ার কথা জি ২৪ ঘণ্টার মাধ্যমে জানিয়েছেন সাহিত্যিক।

৮৫ পার করেও তাঁর কলমের ধার একইরকম তীক্ষ্ণ, বিশ্রাম নেওয়ার ফাঁকে ফাঁকে তাই নতুন লেখা মাথায় ঘোরাফেরা করছে লেখকের। এভাবেই আইসোলেশন কাটাচ্ছেন বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই খবর পেয়ে সোশাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.