টলিপাড়ায় সুখবর, সিনেমা ও সিরিয়ালের পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি দিল রাজ্য সরকার

 সিনেমা ও সিরিয়ালের পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি দিল রাজ্য সরকার। 

Reported By: রণিতা গোস্বামী | Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 17, 2020, 02:13 PM IST
টলিপাড়ায় সুখবর, সিনেমা ও সিরিয়ালের পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের কারণে টলিপাড়ায় সিরিয়াল থেকে সিনেমার শ্যুটিং বহুদিন হল বন্ধ হয়ে রয়েছে। ফের কবে শ্যুটিং শুরু করা সম্ভব হবে, তার উত্তর এখনই কেউ দিতে পারছেন না। তবে শ্যুটিংয়ের অনুমতি না মিললেও এবার সিনেমা ও সিরিয়ালের পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি দিল রাজ্য সরকার। 

জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকাতে কনটেনমেন্ট হিসাবে চিহ্নিত এলাকাগুলির বাইরে সিনেমা ও টেলিভিশনের পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার ছবি ও সিরিয়ালের সাউন্ড মিক্সিং, ডাবিং, এডিটিং-এর কাজ শুরু করা যাবে।

আরও পড়ুন-আমির খানের ২৫ বছরের ছায়া সঙ্গী প্রয়াত

এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডট কমের তরফে ফেডারেশন অফ সিনেম টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ''গত পরশু মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এবিষয়ে আমরা আবেদন করেছিলাম। আমাদের আবেদন ছিল পোস্ট প্রোডাকশনের কাজ যদি শুরু করা যায়। গতকাল চিফ সেক্রেটারি আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পরে পোস্ট প্রোডাকশন শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। ''

তবে FCTWEL-এর সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, ''পোস্ট প্রোডাকশন শুরু হলেও শ্যুটিং এখনই শুরু হচ্ছে না। লকডডাউন ওঠার পর পরিস্থিতি বুঝেই শ্যুটিং শুরুর কথা ভাবা হবে। সেটা পুরোটাই পরবর্তীকালে পরিস্থিতি কোন দিকে এগোয় তার উপর নির্ভর করছে। এখনই শ্যুটিং শুরু হচ্ছে না।'' 

.