বাজারে গিয়ে মানুষ কীভাবে করোনা আক্রান্ত হচ্ছে তুলে ধরুন সিরিয়ালে: মুখ্যমন্ত্রী
নন ফিকশন শোয়ের শ্যুটিং শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন : আনলক পর্ব শুরু হতেই ফের সিনে এবং টেলি ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়া, পিয়া দাস, শঙ্কর চক্রবর্তী-সহ রুপোলি পর্দার তাবড় পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।
করোনার কামড়ের মধ্যে অত্যন্ত সচেতনভাবে শুরু হয়েছে শ্যুটিং। আউটডোর বন্ধ থাকলেও, ইন্ডোর শ্যুটিং শুরু করেছে বিভিন্ন প্রযোজনা সংস্থা। সেখানে সরকারি বিধি নিষেধ মেনে যেমন মাস্ক পরে সেটে হাজির হচ্ছেন কলা কুশলীরা, তেমনি পোশাক থেকে জুতো, সবকিছু স্যানিটাইজ করা হচ্ছে। তেমনি দূরত্ব বজায় রেখেও ক্যামেরার সামনে হাজির হচ্ছেন শিল্পী থেকে কলা কুশলী প্রত্যেকে। সেই সঙ্গে ভারতের কোথাও শ্যুটিং হচ্ছে না, পশ্চিমঙ্গে হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিরিয়ালে দেখান কীভাবে বাজার করতে গিয়ে কোভিড হচ্ছে, সচেতন করুন সাধারণ মানুষকে।
আরও পড়ুন : মুক্তি পেল 'দিল বেচারা'-র ট্রেলার, সুশান্তের শেষ ছবি চোখে জল এনে দেবে
সিরিয়ালের শ্যুটিং শুরু হলেও, নন ফিকশন শো বন্ধ ছিল এতদিন পর্যন্ত। সোমবারের বৈঠকে এবার নন ফিকশন শো শুরু করার অনুমতি দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তবে নন ফিকশন শো-এর সেটে কোনও দর্শক থাকতে পারবেন না বলে সাফ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এবার রাজ্যের মধ্যে যাতে আউটডোর শ্যুটিং করা যায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। যার উত্তরে মু্খ্যমন্ত্রী জানান, আউটডোর শ্যুটিংয়ের জন্য ইকো ট্যুরিজম পার্কগুলিকে কাজে লাগানো হোক।
এসবের পাশাপাশি ওয়েব সিরিজ শ্যুটের জন্য একটি কমিটি তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। রাজ চক্রবর্তী এবং পমব্রত চট্টোপাধ্যায়ই ওই কমিটি তৈরি করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।