''আমাকে আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া'' বিস্ফোরক চেতন ভগত
বলিউডের পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেলেন লেখক চেতন ভগত।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বি-টাউনের নানান খারাপ দিকগুলি প্রকাশ্যে আসছে। স্বজন পোষণ থেকে বি-টাউনের দলবাজি, কিছু ব্যক্তিত্বের একছত্র রাজত্ব নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এবার বলিউডের পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন লেখক চেতন ভগত।
চেতন ভগতের লেখা গল্প থেকে বলিউডে একাধিক ছবি তৈরি হয়েছে। যার মধ্যে 'কাই পো চে', 'থ্রি ইডিয়টস', 'টু স্টেটস'-এর মতো ছবিও রয়েছে। 'থ্রি ইডিয়টস'-এর প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া। লেখক চেতন ভগতের অভিযোগ, 'থ্রি ইডিয়টস' মুক্তির সময় তাঁকে কৃতিত্বটুকুও দিতে চাননি বিধু বিনোদ চোপড়া। এমনকি তিনি তাঁকে প্রকাশ্যে হুমকি দিতেও ছাড়েননি বলে অভিযোগ চেতনের। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে কারণে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন বলে দাবি লেখকের।
আরও পড়ুন-সুশান্ত মামলায় কঙ্গনা রানাওয়াতের পাশে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী
তবে হঠাৎ কেন এই বিষয়টা নিয়ে মুখ খুললেন চেতন ভগত?
আসলে সমস্যার সূত্রপাত, তাঁর আগের একটি টুইটের পরিপ্রেক্ষিতে। সুশান্তের 'দিল বেচারা' ছবিটি মুক্তি প্রসঙ্গে কিছু ফিল্ম সমালোচকদের একহাত নিয়ে একটি টুইট করেন চেতন। যাতে তিনি লেখেন, '' এই সপ্তাহেই সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তি পাচ্ছে। আমি কিছু অভিজাত ফিল্ম সমালোচকদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে সংবেদনশীল হয়ে লিখুন। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ভুলভাল কথা লিখবেন না। দয়া করে স্বচ্ছ হোন, ইতিমধ্যেই অনেকের জীবন আপনারা নষ্ট করেছেন। সবকিছুই আমাদের নজরে রয়েছে।''
Sushant's last film releases this week. I want to tell the snob and elitist critics right now, write sensibly. Don't act oversmart. Don't write rubbish. Be fair and sensible. Don't try your dirty tricks. You have ruined enough lives. Now stop. We'll be watching.
— Chetan Bhagat (@chetan_bhagat) July 21, 2020
চেতনের এই টুইটের নিচে কমেন্ট করেন ফিল্ম সমালোচক অনুপমা চোপড়া। যিনি আবার সম্পর্কে বিধু বিনোদ চোপড়ার স্ত্রী। অনুপমা চোপড়া লেখেন, ''যতবার আপনি এইসব ভাববেন, আলোচনা আরও নীচে নামবে।''
Each time you think the discourse can’t get lower, it does! https://t.co/yhkBUd8VSQ
— Anupama Chopra (@anupamachopra) July 21, 2020
অনুপমা চোপড়ার এই মন্তব্যের পরই পাল্টা টুইটে চেতন ভগত লেখেন, '' ম্যাডাম আপনার স্বামী আমাকে প্রকাশ্যেই হুমকি দিয়েছিল।নির্লজ্জভাবে আমার গল্প নিয়ে উনি সেরা গল্পকারের পুরস্কার নিয়েছিলেন। আমাকে কৃতিত্ব দিতে অস্বীকার করেছিলেন। আমাকে উনি অত্মহত্যার পথে ঠেলে দিয়েছিলেন। তখন আপনি শুধুই দেখেছেন, আপনার বক্তব্য কোথায় ছিল? ''
Ma'am, when your husband publicly bullied me, shamelessly collected all the best story awards, tried denying me credit for my story and drove me close to suicide, and you just watched, where was your discourse? https://t.co/CeVDT2oq47
— Chetan Bhagat (@chetan_bhagat) July 21, 2020
প্রসঙ্গত, ২০০৯ সালে চেতন ভগতের বেস্টসেলার বই 'ফাইভ পয়েন্ট সামওয়ান' নিয়ে তৈরি হয় রাজকুমার হিরানি পরিচালিত 'থ্রি ইডিয়টস'। যার প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া। সেই ছবিতে লেখকের কৃতিত্ব দেওয়া নিয়ে তখনই অভিযোগ তুলেছিলেন চেতন ভগত। ছবির শেষে গিয়ে তাঁকে কৃতিত্ব দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন চেতন। তিনি সেসময় বলেছিলেন, "এটা ঠিক আছে যে আমাকে রোলিং ক্রেডিটগুলিতে (ফিল্মের শেষে যে ক্রেডিট দেওয়া হয়) ক্রেডিট দিয়েছেন, তবে তারা কীভাবে আমাকে গল্পটির কৃতিত্ব থেকে বঞ্চিত করা হল? ছবিটি আমার বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাঁদের সেই কৃতিত্ব তো আমাকেই দেওয়া উচিত।''
আরও পড়ুন-সিঙ্গাপুরের রাস্তায় সাইকেল চালাতে গিয়ে বিপত্তি, কব্জিতে চোট পেলেন ঋতুপর্ণা
যদিও সেসময় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন, বিধু বিনোদ চোপড়া ও পরিচালক রাজকুমার হিরানি। বলেছিলেন, চুক্তি অনুযায়ী চেতন ভগতকে কৃতিত্ব দেওয়া হয়েছে। ছবির শেষে নয়, মুখ্য চরিত্রের পরই চেতন ভগতের নাম দেওয়া হয়েছে।