সুশান্ত মামলার তদন্ত করবে CBI, অবশেষে এল প্রতিক্ষীত মুহূর্ত, লিখলেন অঙ্কিতা
এই মামলা CBI এর হাতে তুলে দেওয়ার জন্য বিহার সরকারের অনুরোধ গ্রহণ করেছে কেন্দ্র।
নিজস্ব প্রতিবেদন : অবশেষে এল সেই মুহূর্ত। সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তভার গেল CBI -এর হাতে। এই মামলার তদন্তভার যে CBI-এর হাতে তুলে দেওয়া হচ্ছে সেকথা সুপ্রিম কোর্টকে জানান সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তিনি জানান, এই মামলা CBI এর হাতে তুলে দেওয়ারজন্য বিহার সরকারের অনুরোধ গ্রহণ করেছে কেন্দ্র।
বুধবার সুপ্রিম কোর্ট জানায় প্রতিভাবান, মেধাবী শিল্পীর মৃত্যু নিয়ে প্রকৃত কারণ প্রকাশ্যে আসার দরকার। প্রসঙ্গত, সুশান্ত মামলায় তদন্তাধীন বিহার পুলিসের আধিকারিককে কোয়ারেন্টাইনে পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নীতিশ কুমার। এই মামলায় সুশান্তের বাবা কে কে সিং রাজপুতের সঙ্গে কথা বলার পরই কেন্দ্রের কাছে CBI তদন্তের আবেদন জানান বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সুশান্তের পরিবার চায় এই মামলার তদন্ত পুলিস নয় CBI করুক।
আরও পড়ুন-সুশান্ত মামলায় ৩দিনের মধ্যে তদন্ত সংক্রান্ত তথ্য মুম্বই পুলিসকে জমা দিতে বলল সুপ্রিম কোর্ট
এদিকে কেন্দ্র এই মামলার CBI তদন্তের আবেদন মেনে নেওয়ার পরই সোশ্যাল মিডিয়া পোস্ট দেন অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের প্রাক্তন বান্ধবী লেখেন, ''সকলে যার জন্য অপেক্ষা করছিল, অবশেষে এল সেই ক্ষণ''। এই মামলার তদন্ত যে CBI করছে সেকথা জানিয়ে টুইট করেন সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি।
CBI it is!!! #JusticeForSushant #CBIEnquiryForSSR #CBIenquiry
— shweta singh kirti (@shwetasinghkirt) August 5, 2020
Thank you @PMOIndia @narendramodi #Respect #JusticeForSushant #CBIEnquiryForSSR #Faith #GodIsWithUs #JusticeWillPrevail
— shweta singh kirti (@shwetasinghkirt) August 5, 2020
এদিকে এই মামলা CBI-এর হাতে যাওয়ার পরই বেজায় খুশি সুশান্তের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে সেই উচ্ছ্বাস।
আরও পড়ুন-রাখি পূর্ণিমায় জলপাইগুড়ির গরিব বোনের পাশে, ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সোনু সুদের