''BMC বা মুম্বই পুলিস ঠিক কী চাইছে বলতে পারবো না'' বললেন IPS অফিসার বিনয় তিওয়ারি

''মুম্বই পুলিস, কিংবা BMC কী চাইছে তা বলতে পারবো না।'' কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়ে বললেন বিনয় তিওয়ারি

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 7, 2020, 06:18 PM IST
''BMC বা মুম্বই পুলিস ঠিক কী চাইছে বলতে পারবো না'' বললেন IPS অফিসার বিনয় তিওয়ারি

নিজস্ব প্রতিবেদন : মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এসেছিলেন। তবে মুম্বই পৌঁছতেই তাঁকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয় BMC। অবশেষে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হল আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে। কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়ার পর তাঁকে শুক্রবারই পাটনা ফিরে যেতে বলা হয়েছে। ৮ অগস্ট অর্থাৎ শনিবার থেকে ফের সেখানে কাজ শুরু করবেন বিনয় তিওয়ারি।

কোয়েরেন্টাইন থেকে মুক্তি পাওয়ার পর কীভাবে তদন্তে ব্যাঘাত ঘটেছে তা নিয়ে মুখ খোলেন বিনয় তিওয়ার। তিনি বলেন, ''আমাদের তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে। ওনারা ওনাদের নিয়ম মেনে আমাকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছিলেন। আমরা তদন্তের মাধ্যমে ফল পাওয়ার চেষ্টা করে গিয়েছি। এখন তদন্ত অন্য সংস্থা করবে। মুম্বই পুলিস, কিংবা BMC কী চাইছে তা বলতে পারবো না।''

আরও পড়ুন-সুশান্ত মামলায় CBI তদন্ত বৈআইনি ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, দবি করলেন রিয়া

এদিকে BMC-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ''আমাদের তরফে আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া হল, এবং তাঁর পাটনা ফেরার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তিনি সেখানে গিয়ে কাজ শুরু করতে পারেন।''

এদিকে  বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে রাখার জন্য বৃহস্পতিবারই বিহার পুলিসের তরফে গুপ্তেশ্বর পান্ডে ক্ষোভ প্রকাশ করেন। তিনি BMC-কে চিঠি লিখে বিনয় তিওয়ারিকে ছেড়ে দেওয়ার জন্যও অনুরোধ করেছিলেন। 

.