রা-ওয়ান, কৃষের পর বলিউডে নতুন সুপারহিরোর আগমণ!

সুপার হিরো, তাও আবার জাট! হ্যাঁ, বলিউডে এবার এমনই এক সুপারহিরো আসছে। A Flying Jatt। কোরিওগ্রাফার পরিচালক রেমো ডিসুজার আগামী ছবি এটি। মুখ্য চরিত্রে টাইগার শ্রফ।

Updated By: Jul 8, 2016, 11:21 AM IST
রা-ওয়ান, কৃষের পর বলিউডে নতুন সুপারহিরোর আগমণ!

ওয়েব ডেস্ক: সুপার হিরো, তাও আবার জাট! হ্যাঁ, বলিউডে এবার এমনই এক সুপারহিরো আসছে। A Flying Jatt। কোরিওগ্রাফার পরিচালক রেমো ডিসুজার আগামী ছবি এটি। মুখ্য চরিত্রে টাইগার শ্রফ।

তিনি আসলে হৃতিকের ফ্যান। বিশেষত তাঁর কৃষ অবতারের। রা-ওয়ান, কৃষের পর আবার সুপার হিরো ভিত্তিক ছবি বলিউডে। বাগি-র পর আবার টাইগার শ্রফকে আবার পর্দায় দেখা যাবে ভরপুর অ্যাকশন সিনে। কোরিওগ্রাফার পরিচালক রেমো ডিসুজার নতুন ছবি A Flying Jatt -এ পঞ্জাবী সুপার হিরোর চরিত্রে টাইগার।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এ ছবির পোস্টার। নীল-সোনালী রঙের মিশেলে তৈরি হয়েছে সুপার হিরো টাইগারের পোশাক। সুপার হিরো মানেই সুপার ভিলেনও থাকবে ছবিতে। আর সেই চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা নাথান জোনস। ছবিটির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টাইগারের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। আগামী ২৫শে অগাস্ট মুক্তি পাবে A Flying Jatt.

.