১০০ কোটির ক্লাবে এখন মিলখার দৌড়

বলিউডের সিনেমার মহাসাফল্যের মাইলস্টোনের ১০০ কোটি ক্লাবে যোগ হল আরও এক সদস্য। ফারহান আখতারের `ভাগ মিলখা ভাগ` ঢুকে পড়ল ১০০ কোটির টারা ক্লাবে। মিলখা সিংয়ের জীবনী নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি মুক্তি পাওয়ার ২৪ দিনের মধ্যে ১০০ কোটি টাকার বাণিজ্য করে ফেলল।

Updated By: Aug 7, 2013, 12:07 PM IST

বলিউডের সিনেমার মহাসাফল্যের মাইলস্টোনের ১০০ কোটি ক্লাবে যোগ হল আরও এক সদস্য। ফারহান আখতারের `ভাগ মিলখা ভাগ` ঢুকে পড়ল ১০০ কোটির টারা ক্লাবে। মিলখা সিংয়ের জীবনী নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি মুক্তি পাওয়ার ২৪ দিনের মধ্যে ১০০ কোটি টাকার বাণিজ্য করে ফেলল।
সব মিলিয়ে বলিউডে ১০০ কোটি টাকার সিনেমার সংখ্যা দাঁড়াল ২১। মুক্তির ২২ দিনের মধ্যে ব্যবসা করেছে মোট প্রায় ১০২ কোটি টাকা। বিশেষজ্ঞদের ধারণা শেষ অবধি ফারহান আখতার অভিনীত এই সিনেমাটি ১১৫ কোটি টাকার মত বাণিজ্য করবে।
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির পর বছরের এটি তৃতীয় একশো কোটি টাকার বাণিজ্য করা সিনেমা। চলতি বছরের প্রথম একশো কোটি টাকার বাণিজ্য করা ছবি ছিল `রেস টু`।
রাকেশ ওম প্রকাশ মেহরার পরিচালনায় মিলখা সিং-এর চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন ফারহান; সিনেমা মুক্তির পর এখন সেই পরিশ্রমের প্রতিদান পাচ্ছেন হাতেনাতেই। দর্শক-সমালোচক এবং সহকর্মীদের প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।



স্থান


ছবির
নাম


কদিনে ১০০ কোটির ক্লাবে


মোট ব্যবসা



এক থা টাইগার


৬ দিন


১৯৮ কোটি



দাবাং টু


৬ দিন


১৫৮ কোটি



.