কুয়েতে এক পাকিস্তানির কাছে বিক্রি হয়ে যাওয়া মহিলাকে উদ্ধার করলেন সানি

বীণা বেদী নামে ওই মহিলাকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন সানি। 

Updated By: Jul 30, 2019, 07:28 PM IST
কুয়েতে এক পাকিস্তানির কাছে বিক্রি হয়ে যাওয়া মহিলাকে উদ্ধার করলেন সানি

নিজস্ব প্রতিবেদন: সিনেমা নয়, এক্কেবারেই বাস্তব। কুয়েতে বিক্রি হয়ে যাওয়া গুরুদাসপুরের বাসিন্দা এক ভারতীয় মহিলাকে উদ্ধার করলেন অভিনেতা তথা সাংসদ সানি দেওল। বীণা বেদী নামে ওই মহিলাকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন সানি। 

জানা যাচ্ছে, এক ট্রাভেল এজেন্সির খপ্পরে পড়েছিলেন ৪৫ বছর বয়সী বীণা বেদী। তাঁকে পরিচারিকার কাজ দেওয়ার আশ্বাস দিয়ে এক পাকিস্তানি ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই ব্যক্তি ৩০ হাজার টাকা বেতনের কাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে কুয়েতে নিয়ে গিয়েছিলেন। সেখানে কিছুদিন পরেই বীণার উপর শুরু হয় অত্যাচার। তাঁকে ক্রীতদাস বানিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছিল বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন-ভিডিয়ো: 'সেই তুমি' গানে 'বাবাই দা' স্মৃতি আঁকড়েই বেঁচে রয়েছে শুভশ্রী

কিছুদিন আগেই গুরুদাসপুরের করতারপুর করিডরে গিয়েছিলেন সানি। সেখানেই স্থানীয় সংসদ সানির কাছে সাহায্য চান বীণার পরিবারের সদস্যরা। বিষয়টি জানার পরই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেন সানি। কুয়েতের এক স্বচ্ছেসেবী সংস্থার সাহায্য নিয়ে সানি বীণা বেদীকে ভারতে ফিরিয়ে আনেন। গত শুক্রবারই ওই মহিলাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এদিকে ছেলের এমন কাছে উচ্ছ্বসিত সানি দেওলের বাবা তথা অভিনেতা ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় এখবর পোস্ট করে ছেলেকে আশীর্বাদ করেছেন তিনি। ছেলেকে তাঁর পরামর্শ সানি যেন চাকরি ভেবেই তাঁর কর্তব্যে অবিচল থাকেন।

 ছেলের জন্য চিন্তিত বাবা ধর্মেন্দ্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁর ছেলে এভাবেই গুরুদাসপুরের সেবায় নিয়োজিত থাকবেন। 

এদিকে এ খবর ছড়িয়ে পড়তেই কমবেশি সকলেই সানির প্রশংসায় পঞ্চমুখ। 

আরও পড়ুন-'জাজমেন্টাল হ্যায় কেয়া'র নির্মাতাদের বিরুদ্ধে কনসেপ্ট চুরির অভিযোগ হাঙ্গেরির ফটোগ্রাফারের

.