Alka Yagnik: বিরল স্নায়ু রোগের খপ্পরে গায়িকা অলকা ইয়াগনিক! কিছুই শুনতে পারছেন না

Alka Yagnik suffering from rare hearing disorder: বিরল কানের অসুখে ভুগছেন বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। হারিয়ে ফেলেছেন শ্রবণশক্তি। সোমবার গায়িকা ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে অসুখের খবর জানিয়েছেন।

Updated By: Jun 18, 2024, 06:06 PM IST
Alka Yagnik: বিরল স্নায়ু রোগের খপ্পরে গায়িকা অলকা ইয়াগনিক! কিছুই শুনতে পারছেন না

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরল কানের অসুখে ভুগছেন বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। হারিয়ে ফেলেছেন শ্রবণশক্তি। সোমবার গায়িকা ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে অসুখের খবর জানিয়েছেন। অসুখের ব্য়াপারে বিস্তারিত পোস্টে গায়িকা বলেছেন, 'ভক্ত, বন্ধু, শুভাকাঙ্খীদের সাহসের সঙ্গে জানাচ্ছি কেন গান গাইতে পারছিলাম না। কয়েক সপ্তাহ আগে ফ্লাইট থেকে বেরিয়ে অনুভব করলাম যে কানে কিছুই শুনতে পারছি না। ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম কানে বিরল স্নায়ুর রোগ হয়েছে। সম্পূর্ণ অজান্তেই এত বড় ধাক্কা খেলাম। সবাই প্রার্থনা করুন যাতে দ্রুত কাজে ফিরতে পারি'। 

অন্যদিকে অলকা ইয়াগনিক তরুণ সহকর্মীদের খুব জোরে মিউজিক এবং হেডফোনের এক্সপোজার সম্পর্কেও সতর্কবার্তা দিয়েছেন। অলকা ইয়াগনিকের পোস্টের প্রতিক্রিয়া দিয়েছেন বলিউডের তাবড় তাবড় কলাকুশলীরা। সঙ্গীত শিল্পী সোনু নিগম, বর্ষীয়ান অভিনেত্রী পুনম ঢিলন, ইলা অরুণ সকলে অলকার দ্রুত সুস্থতার কামনা করেছেন। পাশাপাশি অনুরাগীরাও কমেন্ট বক্সে সুস্থতা প্রার্থনা করেছেন।

আরও পড়ুন: Sonakshi Sinha Marriage:'লাডলি'-র বিয়ে বলে কথা, অভিমান ভুলে মেয়ের বিয়েতে শত্রুঘ্ন...

বলিউডের মেলোডি কুইন অলকা ইয়াগনিক ১৯৬৬ সালের ২০ মার্চ কলকাতার এক গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ধর্মেন্দ্র শঙ্কর ছিলেন পেশায় একজন ব্যবসায়ী, মা শুভা ইয়াগনিক ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী ছিলেন। মাত্র ৬ বছর বয়স থেকে আকাশবাণী (অল ইন্ডিয়া রেডিয়ো)-তে ভজন গাইতেন। তখন থেকেই প্রযোজকদের  নজরে আসেন। ১৯৮২  সালে রাজেশ রোশন পরিচালিত 'হামারি বাহু অলকা' সিনেমায় 'হম তুম রহেঙ্গে' গান গেয়ে বলিউডের মাটিতে নিজের পা শক্ত করেন। এরপর একে একে 'এক দো তিন', 'চোলিকে পিছে ক্যায়া হে', 'দিল নে ইয়ে কাহা হে দিল সে', 'কুছ কুছ হোতা হে', 'তাল সে তাল মিলা', 'উড যা কালে 'কাওয়ান', 'কাহো না প্যায়ার হে', 'হম তুম', 'কভি অলবিদা না কেহেনা', 'আগার তুম সাথ হো' ইত্য়াদি গানের মাধ্যমে বছরের পর বছর সঙ্গীত জগতে দাপটের সঙ্গে কাজ করেছেন। বাংলা, হিন্দি, মারাঠি, ভোজপুরি, তেলুগু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, অসমি সহ ২৫ রকম ভাষায় ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। সেই সঙ্গে ঝুলিতে এসেছে সাত সাতটি ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ডও। ১৯৮৯ সালে শিলংয়ের এক ব্যবসায়ী নিরজ কাপুরকে বিয়ে করেন অলকা। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। গত বছর 'গদর ২' সিনেমায় শেষ গান গেয়েছেন অলকা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.