মর্গেই দেহ, তৈরি হয়নি ডেথ সার্টিফিকেট! শ্রীদেবীর দেহ আসতে আসতে সেই বিকেল

জি নিউজ প্রকাশিত খবর অনুযায়ী ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ উড়তে পারে আম্বানিদের বিশেষ বিমান। আর সেটা হলে দুপুর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ে পৌঁছবে শ্রীদেবীর দেহ। 

Updated By: Feb 26, 2018, 11:58 AM IST
মর্গেই দেহ, তৈরি হয়নি ডেথ সার্টিফিকেট! শ্রীদেবীর দেহ আসতে আসতে সেই বিকেল

নিজস্ব প্রতিবেদন: পরিকল্পনা ছিল, সোমবার সকালেই দুবাই থেকে দেশের মাটিতে উড়িয়ে আনা হবে শ্রীদেবীর নিথর দেহ। কিন্তু সেটা হল না। কাপুর পরিবার সূত্রের খবর, দুবাই পুলিসের গাফিলতির কারণেই বিলম্ব হচ্ছে। ময়নাতদন্ত হয়ে গেলেও এখনও মর্গেই রয়েছে শ্রীদেবীর দেহ, মেলেনি চূড়ান্ত তদন্ত রিপোর্ট। তৈরি হয়নি ডেথ সার্টিফিকেটও। আর সেকারণেই শ্রীদেবীর দেহ উড়িয়ে আনার ছাড়পত্র মিলছে না। 

আরও পড়ুন- দুবাইয়ের হোটেলে শেষ আধ ঘণ্টা কেমন কেটেছিল শ্রীদেবীর?

কোন পথে তদন্ত?

- রক্ত পরীক্ষা হয়েছে। 
- এরপর অ্যালকোহল পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর।  
- দুবাইয়ের বিলাসবহুল হোটেলের যে বাথরুমে শ্রীদেবীর সংজ্ঞাহীন দেহ উদ্ধার হয়েছে, সেখানে একাধিক 'স্পট' চিহ্নিত করেছে তদন্তকারীরা।  

আরও পড়ুন- 'শ্রীদেবীর কোনও হৃদরোগ রোগ ছিল না'

শোনা যাচ্ছে দুবাইয়ের পুলিসের চূড়ান্ত ছাড়পত্র মিললেই আম্বানিদের বিশেষ চার্টাড বিমানে উড়িয়ে আনা হবে সিলভার স্ক্রিনের 'চাঁদনী'কে। জি নিউজ প্রকাশিত খবর অনুযায়ী ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ উড়তে পারে আম্বানিদের বিশেষ বিমান। আর সেটা হলে দুপুর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ে পৌঁছবে শ্রীদেবীর দেহ। 

আরও পড়ুন- শ্রীদেবীর মৃতদেহ দুবাই থেকে ফেরানো নিয়ে জটিলতা

.