পুজোয় নয়, খরচ করুন আমফান বিধ্বস্ত মানুষের জন্য, বার্তা সুজিত সরকারের

দিনেশ ত্রিবেদীও পালটা উত্তর দেন 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 9, 2020, 01:00 PM IST
পুজোয় নয়, খরচ করুন আমফান বিধ্বস্ত মানুষের জন্য, বার্তা সুজিত সরকারের

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের পর ঘূর্ণিঝড় আমফান। ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের যে সব অঞ্চলে ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে (বিশেষত সুন্দরবন), সেখানকার মানুষদের সাহায্য করুন। এবার এমনই আর্জি জানান জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সুজিত সরকার।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

নিজের ট্যুইটার হ্যান্ডেলে এ বিষয়ে একটি বার্তা দেন সুজিত সরকার। সেখানে তিনি লেখেন, দুর্গা পুজো  ও কালী পুজোয় প্রচুর খরচ না করে, সেই অর্থ আমফান বিধ্বস্ত মানুষের ঘরবাড়ি তৈরিতে খরচ করুন। অর্থাত, ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষ যে পরিস্থতিতে বর্তমানে দিন কাটাচ্ছেন, তাঁদের সেই অবস্থা থেকে নিস্তার দিতে এবার দুর্গা পুজো ও কালী পুজো উদ্যোক্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিন বলে আবেদন করেন পিকু-র পরিচালক। 

 

সুজিত সরকারের সেই ট্য়ুইট প্রকাশ্যে আসার পরই তা একের পর এক রিট্যুইট হতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের সাংসদ দিনেশ ত্রিবেদী পালটা লেখেন, পুজো উদ্যোক্তারা যাতে এবার কোভিড ১৯-এর থিম করে পুজোর প্যান্ডেল সাজিয়ে না ফেলেন।

.