হিমাচলে বিজেপির জয়, খুশির হওয়া সলমন খানের বাড়িতে, কেন জানেন!

সোমবার গুজরাট এবং হিমাচল প্রদেশে জয় পেয়েছে বিজেপি। গুজরাটে কংগ্রেসের সঙ্গে কড়া টক্কর হলেও, হিমাচল প্রদেশ বিধানসভায় বিরোধীদের অনেক পিছনে ফেলে দিয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। হিমাচল প্রদেশে বিজেপির জয়ের পরই খুশিতে মেতে ওঠে সলমন খানের পরিবার। হিমাচল প্রদেশে গেরুয়া শিবিরের জয়ে খান পরিবারে এ হেন খুশির হওয়া কেন জানেন?

Updated By: Dec 19, 2017, 07:00 PM IST
হিমাচলে বিজেপির জয়, খুশির হওয়া সলমন খানের বাড়িতে, কেন জানেন!

নিজস্ব প্রতিবেদন : সোমবার গুজরাট এবং হিমাচল প্রদেশে জয় পেয়েছে বিজেপি। গুজরাটে কংগ্রেসের সঙ্গে কড়া টক্কর হলেও, হিমাচল প্রদেশ বিধানসভায় বিরোধীদের অনেক পিছনে ফেলে দিয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। হিমাচল প্রদেশে বিজেপির জয়ের পরই খুশিতে মেতে ওঠে সলমন খানের পরিবার। হিমাচল প্রদেশে গেরুয়া শিবিরের জয়ে খান পরিবারে এ হেন খুশির হওয়া কেন জানেন?

আরও পড়ুন : মধুচন্দ্রিমার জন্য পাকিস্তানে বিরুষ্কার? ভাইরাল ছবি 
রিপোর্টে প্রকাশ, সলমন খানের বোন অর্পিতা খান শর্মার শ্বশুর এবার হিমাচল প্রদেশে বিজেপি টিকিটে ভোটে লড়েছিলেন। হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে লড়াই করে এবার জয়ী হয়েছেন আয়ুষ শর্মার বাবা অনিল শর্মা। বাবার জয়ের পরই বিজয় উল্লাসের ছবি শেয়ার করেন অর্পিতার স্বামী আয়ুষ। তারপরই ভাইরাল হয় ওই ছবি।
জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অনিল শর্মা পরাজিত করেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কংগ্রেসের চম্পা ঠাকুরকে। প্রাক্তন মন্ত্রী সুখরামের ছেলে অনিল শর্মা চলতি বছরের অক্টোবরেই বিজেপিতে যোগ দেন। এরপরই বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে লড়াই করেন তিনি।

 

.